নিজস্ব সংবাদদাতা ২৫জানুয়ারি ২০২১ কোলকাতা: লেকটাউন বাঙ্গুরে ব্লক এতে রাত্রি দশটা নাগাদ কিশোরী ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে।কিশোরীর নাম নিধি পোদ্দার(১৮)।
কিশোরীর বাড়ি লেকটাউন এস কে দেব রোডে ।গতকাল রাতে বাড়ি থেকে পেন এবং ম্যাগি কিনতে যাওয়ার নাম করে বেড়িয়েছিল সে। এক বন্ধু তার পরিবারে কে ফোন করে বলে নিধি কোথায় নিধিকে ফোনে পাওয়া যাচ্ছে না। এরপরই পরিবারের লোক লেকটাউন থানায় যোগাযোগ করে। থানার পুলিশের কাছে খবর আসে বাঙ্গুর এলাকায় ছাদ থেকে ঝাঁপ দিয়েছে একজন তাঁকে উদ্ধার করে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কি কারনে সে ছাদে গিয়েছিল সমস্ত বিষয় খতিয়ে দেখছে লেকটাউন থানার পুলিশ । যদিও পুলিশের প্রাথমিক অনুমান মানসিক অবসাদে ভুগছিলেন। একটি সুইসাইড নোট উদ্ধার হয়েছে গোটা ঘটনা তদন্ত করে দেখছে লেকটাউন থানার পুলিশ।
আরও পড়ুন…প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলা ঝাড়খণ্ড সীমান্তে পুলিশের কড়া নজরদারি