টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের চতুর্থ ম্যাচে সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। ভারত, নিউজিল্যান্ড ও আফগানিস্তানের বিপক্ষে দারুণ জয়ে গ্রুপ-২ এ শীর্ষে অবস্থান করছে পাকিস্তান। মঙ্গলবার আবু ধাবিতে নিজেদের চতুর্থ ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হচ্ছে পাকিস্তান।নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। তবে পাকিস্তানি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। আবুধাবিতে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাবর আজমের দল।সাবধানী ব্যাটিং করায় রানের গতি কিছুটা মন্থর।দলীয় ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ২৩ রান তুলতে পেরেছে পাকিস্তান।
উল্লেখ্য, ভারত এবং নিউজিল্যান্ডকে এবং আফগানিস্তানকে হারিয়ে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করেন পাকিস্তান. আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের এর আগে পর্যন্ত দুই দেশের লড়াইয়ে পাঁচবারের সাক্ষাতে ৫-০ এগিয়ে ছিল পাকিস্তান। আর এই বার এই ব্যবধানটা ৬-০ হয়ে গিয়েছে। নিজের চতুর্থ ম্যাচে সাবধানী ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছে পাকিস্তান। আজ নামিবিয়ার মুখোমুখি হয়েছে পাকিস্তান। আবুধাবিতে ম্যাচটিতে টসে জিতে আগে ব্যাটিংয়ে নেমেছে বাবর আজমের দল।সাবধানী ব্যাটিং করায় রানের গতি কিছুটা মন্থর।দলীয় ৫ ওভারে স্কোরবোর্ডে মাত্র ২৩ রান তুলতে পেরেছে পাকিস্তান।
নামিবিয়াকে হারাতে পারলেই সেমিফাইনাল নিশ্চিত। তবে পাকিস্তানি ভক্ত-সমর্থকদের প্রত্যাশা এবার দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হবে পাকিস্তান। যদি সত্যিই পাকিস্তান চ্যাম্পিয়ন হয়, ১৪ নভেম্বর বিশ্বকাপের ফাইনালের মাত্র চার দিন পরই দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে পাকিস্তান। অবশ্য বিশ্বকাপ শুরুর আগেই এ সূচি ঠিক ছিল, আগামী ১৯ নভেম্বর থেকে তিন টি-টোয়েন্টি ও দুই টেস্ট খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান।
আর ও পড়ুন শোভন-বৈশাখীকে নিয়ে নোংরা সস্তা গানে মাতলেন অনীক ধর
পাকিস্তান বিশ্বকাপ দল : বাবর আজম, শাদাব খান, মোহাম্মদ রিজওয়ান, আসিফ আলী, শোয়েব মালিক, আজম খান, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নাওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, শাহীন আফ্রিদি, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম ও মোহাম্মদ হাসনাইন।
নামিবিয়া বিশ্বকাপ দল : জেরহার্ড এরাসমুস (অধিনায়ক), স্টেফান বার্ড, কার্ল বারকেনস্টক, মিচাউ ডু প্রিজ, জ্যান ফ্রাইলিংক, জেন গ্রিন (উইকেটকিপার), জ্যান নিকল লফটি-ইটন, বার্নার্ড স্কল্টজ, বেন শিকংগো, জেজে স্মিট, রুবেন ট্রাম্পেলমান, মাইকেল ভ্যান লিংগেন, ডেভিড উইজ, ক্রেইগ উইলিয়ামস, পিক্কি ইয়া ফ্রান্স।