নিজস্ব সংবাদদাতা ৫ মার্চ ২০২১ আমেদাবাদের নরেন্দ্র মোদি ক্রিকেট স্টেডিয়ামে ভারত ও ইংল্যান্ডের চার ম্যাচের টেস্ট সিরিজ খেলা হচ্ছে। তবে খেলার মাঝে ও একটি ব্যাপার যা সোশ্যাল-মিডিয়ায় ভাইরাল হয়েছে ।
ম্যাচের প্রথম দিনেই নিজের জার্সি পড়ে স্টেডিয়াম এ ঢুকে গেলেন স্বয়ং বিরাট কোহলি! আলোচনাতেও বহুবার এসেছে ডুবলিকেট এই বিরাট কোহলি। পাকিস্তানের ও এক বিরাট কোহলি রয়েছে যার দাড়ি অবিকল বিরাট কোহলির মত দেখতে। অবশেষে দর্শকদের বুঝতে অবশ্য অসুবিধা হয়নি এ বিরাট কোহলি সে বিরাট কোহলি নয় । একদিনের ম্যাচে টসে জিতে প্রথম ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় ইংল্যান্ড তবে বেন স্টোকস ব্যতীত কোনো ব্যাটসম্যানই ৫০ এর কাছে রান তুলতে পারেননি। অন্যদিকে শুরুতেই আউট হয়ে যান শুভমন গিল । পাশাপাশি প্যাটেল চারটি রবি চন্দ্রন ওসি মোহাম্মদ সিরাজ দুটি উইকেট নিয়েছিলেন।
আরও পড়ুন…তৃতীয়বার মাদক পাচারে ধৃত পামেলা গোস্বামী কে তোলা হল আলিপুর কোর্টে



















