খেলা – ম্যানচেস্টার টেস্টের প্রথম দিনেই ভারতীয় দলের জন্য বড় ধাক্কা। ব্যাটিংয়ের সময় পায়ের পাতায় চোট পান সহ-অধিনায়ক ঋষভ পন্থ। মাঠেই দেখা যায় তিনি তীব্র যন্ত্রণায় কষ্ট পাচ্ছেন। প্রাথমিকভাবে আশঙ্কা, তাঁর পায়ের হাড় ভেঙে যেতে পারে। স্ক্যান রিপোর্ট এখনও না এলেও, যদি এই আশঙ্কা সত্যি হয়, তাহলে শুধু এই টেস্টই নয়— গোটা সিরিজ থেকেই ছিটকে যেতে পারেন ভারতের এই উইকেটকিপার-ব্যাটার। বুধবার ব্যথার কারণে আর ব্যাট করতে পারেননি পন্থ। গলফ কার্টে করে তাঁকে মাঠ ছাড়িয়ে ইনডোরে নিয়ে যাওয়া হয়। পরে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয় তাঁকে।
বিসিসিআই এক বিবৃতিতে জানিয়েছে, রাতেই ঋষভের স্ক্যান করা হয়েছে এবং মেডিক্যাল টিম তাঁর অবস্থার ওপর নজর রাখছে। পন্থের অনুপস্থিতিতে উইকেটকিপার হিসেবে দায়িত্ব সামলাতে হতে পারে ধ্রুব জুরেলকে, যিনি লর্ডস টেস্টেও চোট পাওয়া পন্থের জায়গায় কিপিং করেছিলেন। তবে এবার যদি পন্থ ব্যাটিংয়েও অনুপস্থিত থাকেন, সেক্ষেত্রে জুরেল ব্যাট করতে পারবেন না, কারণ তিনি আগে কিপার হিসেবে নামা খেলোয়াড়ের পরিবর্ত হিসেবে এসেছেন। ফলে ভারতীয় দলকে একজন কম ব্যাটার নিয়েই খেলতে হতে পারে। এখন সকলের চোখ স্ক্যান রিপোর্টের দিকে।
