উত্তর 24 পরগণা – ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে পরিচয়ের জেরে ঘটে গেল প্রতারণার ঘটনা। নিউ ব্যারাকপুরের লেলিনগরের বাসিন্দা সুদীপ বোসকে চায়ের সঙ্গে মাদক মিশিয়ে অজ্ঞান করে সর্বস্ব লুট করার অভিযোগে বিমানবন্দর সংলগ্ন আড়াই নম্বর এলাকা থেকে এক মহিলাকে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, চলতি মাসের ১ তারিখে বেঙ্গলি ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে সুদীপ বোসের সঙ্গে ওই মহিলার পরিচয় হয়। পরে সরাসরি দেখা করার প্রস্তাব দেয় মহিলা। সেই অনুযায়ী সুদীপ দমদম বিমানবন্দর সংলগ্ন একটি হোটেলে ওঠেন। সেখানে চা খাওয়ার অছিলায় চায়ের মধ্যে মাদক মিশিয়ে তাঁকে সংজ্ঞাহীন করে তাঁর মানিব্যাগ, মোবাইল ফোনসহ সমস্ত মূল্যবান জিনিসপত্র নিয়ে চম্পট দেয় অভিযুক্ত।
পরবর্তী সময়ে সুদীপ মহিলার ফোনে যোগাযোগের চেষ্টা করলেও কোনও সাড়া পাননি। অবশেষে গতকাল বিমানবন্দর থানায় অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ বেঙ্গলি ম্যাট্রিমনি সাইট থেকে নম্বর সংগ্রহ করে ফাঁদ পাতে। অভিযুক্তকে বিমানবন্দর সংলগ্ন আড়াই নম্বর এলাকায় দেখা করার জন্য ডাকা হয় এবং সেখানেই তাকে গ্রেফতার করা হয়।
আজ অভিযুক্ত মহিলাকে ব্যারাকপুর আদালতে পেশ করা হবে এবং পুলিশ হেফাজতের আবেদন জানানো হবে বলে পুলিশ সূত্রে খবর।
