ভাইরাল – ম্যানচেস্টারের সালফোর্ড এলাকার বার্টন লেনে ভয়াবহ দুর্ঘটনার শিকার হল একটি ডবল ডেকার বাস। পূর্বনির্ধারিত রুট এড়িয়ে চালক নিজ সিদ্ধান্তে অন্য একটি রাস্তা ধরে বাস চালিয়ে নিয়ে যাচ্ছিলেন। সেই বিকল্প রাস্তায় থাকা একটি নীচু ব্রিজের তলা দিয়ে দ্রুতগতিতে বাস নিয়ে যেতেই ঘটে যায় বিপত্তি। ব্রিজের সঙ্গে সজোরে ধাক্কা লেগে বাসের দোতলার ছাদ সম্পূর্ণভাবে ভেঙে পড়ে যায়। এই ঘটনায় অন্তত ১৫ জন যাত্রী আহত হয়েছেন বলে জানিয়েছে গ্রেটার ম্যানচেস্টার পুলিশ, যাঁদের মধ্যে তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার স্থানীয় সময় দুপুর তিনটে নাগাদ ঘটে যাওয়া এই দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে। ‘অ্যাকিন’ নামক এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেল থেকে পোস্ট করা সেই ভিডিওতে দেখা যাচ্ছে, একটি লাল রঙের ডবল ডেকার বাস দ্রুতগতিতে একটি নীচু ব্রিজের তলায় ঢুকছে এবং সেকেন্ডের মধ্যে ছাদ ভেঙে রাস্তায় ছিটকে পড়ছে। দুর্ঘটনার সময় দোতলায় বসা যাত্রীরা আতঙ্কে মাথা নিচু করে নিজেদের রক্ষা করার চেষ্টা করেন।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ব্রিজটিতে ‘নিম্ন উচ্চতা’ সংক্রান্ত সতর্কবার্তা থাকলেও চালক সেটিকে উপেক্ষা করেই বাস নিয়ে এগিয়ে যান। দুর্ঘটনার পর বাস থামানো তো দূরের কথা, চালক তা চালিয়ে নিয়ে যান আরও কিছুটা দূর পর্যন্ত। পরে পুলিশ তাঁকে গ্রেফতার করে। পুলিশের তরফে জানানো হয়েছে, চালকের গাফিলতির ফলেই এই বিপর্যয় ঘটেছে।
দুর্ঘটনার সময় উপস্থিত সিসিটিভি ক্যামেরায় গোটা দৃশ্য রেকর্ড হওয়ায় তদন্তে সেই ফুটেজ সহায়ক হয়ে উঠেছে। নেটদুনিয়ায় ভাইরাল হওয়া ভিডিও দেখে সাধারণ মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন এবং বাসচালকের দায়িত্বজ্ঞানহীনতার কড়া সমালোচনা করেছেন। স্থানীয় প্রশাসন দুর্ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছে এবং যাত্রীদের দ্রুত আরোগ্য কামনা করেছে।
