বিনোদন – দিনদুয়েক আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মিছিলে পা মিলিয়েছিলেন অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু। ঠিক ছিল, ৬ নভেম্বর শহরের সবচেয়ে বড় চলচ্চিত্র উৎসব—৩১তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) উদ্বোধনী মঞ্চেও দেখা যাবে তাঁকে। কিন্তু শেষ মুহূর্তে বদলে গেল সব পরিকল্পনা। ম্যালেরিয়ায় আক্রান্ত হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী, ফলে এ বছরের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে আর উপস্থিত থাকতে পারছেন না তিনি।
বুধবার গভীর রাতে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে একটি পোস্ট করে খবরটি জানান সৌমিতৃষা। সেখানে তিনি লেখেন, “আমি ম্যালেরিয়ায় আক্রান্ত এবং বর্তমানে চিকিৎসাধীন। তাই দুর্ভাগ্যবশত, এই বছর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে উপস্থিত থাকতে পারছি না। প্রতিবছর এই অনুষ্ঠানে অংশ নেওয়া আমার কাছে গর্বের, এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এমন চমৎকার উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জানাই।”
‘মিঠাই’ সিরিয়ালের মাধ্যমে ঘরে ঘরে জনপ্রিয়তা পাওয়া এই অভিনেত্রীর পোস্ট মুহূর্তে ভাইরাল হয়েছে। তাঁর অসংখ্য অনুরাগী কমেন্ট করে দ্রুত আরোগ্য কামনা করেছেন। অনেকেই খোঁজ নিচ্ছেন এখন কেমন আছেন তাঁদের প্রিয় মিঠাই।
সৌমিতৃষার অনুপস্থিতি নিঃসন্দেহে উৎসবের উদ্বোধনী মঞ্চে এক শূন্যতা তৈরি করবে। তবে তাঁর অনুরাগীরা আশাবাদী—শিগগিরই সেরে উঠে আবার পর্দায় ফিরবেন তাঁদের প্রিয় অভিনেত্রী।



















