ম্যালে জয়েন্ট স্ক্রিনে বিশ্বকাপ ফুটবলের ফাইনাল। দার্জিলিঙে বরাবরই ফুটবল নিয়ে মাতামাতি হয়ে থাকে। শৈল শহরে ফুটবলের প্রতি আবেগ বহুদিনের। বিশ্বকাপ ফুটবলের মহারণ আর্জেন্টিনা ও ফ্রান্স পরস্পরের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কে নিয়ে উন্মাদনা তুঙ্গে শৈল শহরে। দার্জিলিং এর ম্যালে এক মিউজিকাল প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে ১৭০০ গিটারিস্ট উপস্থিত ছিলেন।
চকবাজার থেকে চৌরাস্তা পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলির পতাকা দিয়ে সাজানো হয়েছে। একে সামনে ক্রিসমাস ও নিউ ইয়ার, তার উপর আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সবকিছু নিয়ে জমজমাট আর শৈল শহর দার্জিলিং। ফুটবলের আবেগে ভাসছে শৈল শহর, একদল মেসি, ডি মারিয়ার পক্ষে গলা ফাটাবেন, আরেক দল আবার এমবাপে, গ্রিজ ম্যানদের হয়ে।
ভারতীয় সময় রাত সাড়ে আটটার সময় এই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, ম্যালের জয়েন্ট স্ক্রিনে সেই ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবে খুশি পর্যটক মহল, শীতের মৌসুমে দার্জিলিঙে বেড়াতে এসে যা উপরি পাওনা। অনেক পর্যটকই জানিয়েছেন তারা শীতের সময় দার্জিলিংকে উপভোগ করতে এসেছেন, সাথে ফুটবল নিয়ে যে আবেগ রয়েছে পাহাড়ে তা সত্যিই অবাক করার মতো। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রেজাল্ট যাই হোক না কেন, জয় ফুটবলেরই হবে।
আরও পড়ুন – মরক্কোকে হারিয়ে বিশ্বকাপের তৃতীয় ক্রোয়েশিয়া
উল্লেখ্য, দার্জিলিঙে বরাবরই ফুটবল নিয়ে মাতামাতি হয়ে থাকে। শৈল শহরে ফুটবলের প্রতি আবেগ বহুদিনের। বিশ্বকাপ ফুটবলের মহারণ আর্জেন্টিনা ও ফ্রান্স পরস্পরের মুখোমুখি হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ কে নিয়ে উন্মাদনা তুঙ্গে শৈল শহরে। দার্জিলিং এর ম্যালে এক মিউজিকাল প্রোগ্রামের আয়োজন করা হয়, যেখানে ১৭০০ গিটারিস্ট উপস্থিত ছিলেন। চকবাজার থেকে চৌরাস্তা পর্যন্ত বিশ্বকাপ ফুটবলে অংশগ্রহণকারী দেশগুলির পতাকা দিয়ে সাজানো হয়েছে। একে সামনে ক্রিসমাস ও নিউ ইয়ার, তার উপর আজ বিশ্বকাপ ফুটবলের ফাইনাল সবকিছু নিয়ে জমজমাট আর শৈল শহর দার্জিলিং।
ফুটবলের আবেগে ভাসছে শৈল শহর, একদল মেসি, ডি মারিয়ার পক্ষে গলা ফাটাবেন, আরেক দল আবার এমবাপে, গ্রিজ ম্যানদের হয়ে। ভারতীয় সময় রাত সাড়ে আটটার সময় এই বিশ্বকাপ ফুটবলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে, ম্যালের জয়েন্ট স্ক্রিনে সেই ম্যাচ দেখানোর ব্যবস্থা করা হয়েছে। স্বাভাবিকভাবে খুশি পর্যটক মহল, শীতের মৌসুমে দার্জিলিঙে বেড়াতে এসে যা উপরি পাওনা। অনেক পর্যটকই জানিয়েছেন তারা শীতের সময় দার্জিলিংকে উপভোগ করতে এসেছেন, সাথে ফুটবল নিয়ে যে আবেগ রয়েছে পাহাড়ে তা সত্যিই অবাক করার মতো। বিশ্বকাপ ফুটবলের ফাইনালের রেজাল্ট যাই হোক না কেন, জয় ফুটবলেরই হবে।