নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুর, ১৯ নভেম্বর, সোমবার রাতে হঠাৎ ঘরের গ্যাস সিলিন্ডার ফেটে ঘরের চাল উড়ে যায়। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার ময়না থানার হরহুরি ভান্ডার চক গ্ৰামে ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাছের চাষের ঝিলের পাশে একটি কুঁড়েঘরে রান্না করছিল বেশ কয়েকজন মৎস্যকর্মীরা। রান্না করার সময় হঠাৎই সিলিন্ডারের সঙ্গে ওভেনের সংযোগকারী পাইপে আগুন লেগে যাযজ। এরপর সেই আগুন ছড়িয়ে পড়ে পাশের একটি মাছের খাবার ওষুধ থাকা গোডাউনে। দাউদাউ করে আগুন জ্বলতে দেখে প্রানে বাঁচার তাগিদে ছুটে পালিয়ে যায় মৎস্যকর্মীরা। স্থানীয়রা ঘটনাটি দেখতে পেয়ে ছুটে এসে আগুন নেভাতে শুরু করে। পরে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল ২টি ইঞ্জিন এলে আগুন পুরোপুরি নেভানো সম্ভব হয়েছে। ঘটনার পর ব্যপক চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।