যখন পিংক বলে ক্রিকেট জ্বরে কাঁপছে তখন সুন্দরবনের গ্যালারি কাঁপছে ফুটবলের জ্বরে

যখন পিংক বলে ক্রিকেট জ্বরে কাঁপছে তখন সুন্দরবনের গ্যালারি কাঁপছে ফুটবলের জ্বরে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, উত্তর২৪পরগণা, ২৩ নভেম্বর, এক অভিনব উদ্যোগ বসিরহাট মহকুমার সুন্দরবনের সন্দেশখালি ব্লকের কানমারী মোহনবাগান ক্লাবের উদ্যোগে শুরু হয়েছে সিলভার কাপ অংশগ্রহণে মহিলা ফুটবল দল ।একসময় যাদের জীবন জীবিকার টানে নদীতে মাছ ধরা, জঙ্গলে কাঠ কাটা ছিল নিত্যদিনের সঙ্গী, তাদের মধ্যে প্রায় এখন অনেকেরই লক্ষ্য ফুটবল খেলা। সময় পাল্টাচ্ছে। ২০০৯ সালের আইলা বিধ্বস্ত সুন্দর চেহারাটা পুরোটাই পাল্টে গিয়েছে ।দুটাকা চাল পাচ্ছে খাদ্যসাথী থেকে খেলাশ্রী সুন্দরবন কাপ রুপশ্রী কন্যাশ্রী সবুজ সাথী সাইকেল সব মিলিয়ে সুন্দর মেয়েদের পায়ে ফুটবল ।ইতিমধ্যে নেজাট এর মেয়ে আলপনা সরদার কলকাতা লিগ রাজ্য মহিলা ফুটবল এর সদস্য নাম কিনেছে সুন্দরবন থেকে উঠে আসা ।আর যদি সেটা তৈরি হয় মাটির গ্যালারিতে বসে কয়েক হাজার সুন্দরবনের মানুষ এই খেলার উপভোগ করছেন। পা মিলিয়েছেন সন্দেশখালি বিধায়ক সুকুমার মাহাতো ।সভাপতি চন্দনা মাহাতো ।

সব মিলিয়ে ১৬ বছর পর্যন্ত কাটমানির মোহনবাগান ক্লাবের গুটিগুটি পায়ে পায় এগিয়ে চলেছে। আজ তারা মাথা তুলে দাঁড়িয়েছে। রাজ্যের মধ্যে । তৈরি হয়েছে মাটির গ্যালারি তৈরি করেন তিন মাস ধরে ক্লাবের সদস্যরা। অক্লান্ত পরিশ্রম করে তৈরি করেছেন মাটির গ্যালারী ।সেখানে বড় বড় অক্ষরে লেখা রয়েছে সিলভার কাপ ২০১৯ । দুদিন ধরে চলবে এই ফুটবল টুর্নামেন্ট। অংশগ্রহণের রাজ্যের আটটি ফুটবল দল। বিভিন্ন জায়গা থেকে অংশগ্রহণ করবেন। সুন্দরবনকে বাঁচাতে মাঠের চারপাশে রয়েছে সুন্দরবনকে বাঁচাতে ম্যানগ্রোভ লাগানোর বার্তা। প্লাস্টিক বর্জন করুন আর সেইসঙ্গে দিদিকে বল হোডিং। বাংলার কৃষ্টি সংস্কৃতি তুলে ধরতে চিয়ার লিডাস বদলে একদিকে মঞ্চ চলছে বাউল গান অন্যদিকে ফুটবল। সঙ্গে পায়ে পায়ে ফুটবল কালিকাপ্রসাদ স্মরণে। সবমিলিয়ে ফুটবল এই টুর্নামেন্টে অনেকটাই জনপ্রিয়তা লাভ করেছে। সুন্দরবনে মানুষেরা তাই কোন রকমেই এই খেলা কে মিস করতে চাইছেন না ।বিস্তীর্ণ অঞ্চলের মানুষ আর দেখতে ভিড় জমেছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ফুটবলপ্রেমীরা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top