যশরাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের প্রবেশ! ‘ওয়ার ২’-এই আসতে চলেছে প্রথম ঝলক

যশরাজের স্পাই ইউনিভার্সে আলিয়া ভাটের প্রবেশ! ‘ওয়ার ২’-এই আসতে চলেছে প্রথম ঝলক

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

বলিউড – শরাজ ফিল্মসের পুরুষতান্ত্রিক স্পাই ইউনিভার্সে এবার নতুন সংযোজন হিসেবে গোয়েন্দা চরিত্রে আত্মপ্রকাশ করতে চলেছেন আলিয়া ভাট। ২০২৪ সালেই এই খবর শোনা গিয়েছিল, আর এবার বলিউডের অন্দরমহলে জোর গুঞ্জন—হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের মেগাবাজেট সিনেমা ‘ওয়ার ২’ দিয়েই নাকি শুরু হবে আলিয়ার গোয়েন্দা অভিযাত্রা।


এর আগে যশরাজের স্পাই ফ্র্যাঞ্চাইজিতে মহিলা গোয়েন্দা হিসেবে দর্শকদের নজর কেড়েছেন দীপিকা পাড়ুকোন ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা ছিলেন ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির আইএসআই এজেন্ট জোয়া আর দীপিকা বাজিমাত করেছিলেন শাহরুখ খানের বিপরীতে ‘পাঠান’-এর আইএসআই এজেন্ট রুবিনার চরিত্রে। এবার এই তালিকায় যুক্ত হলেন কিয়ারা আডবানি ও আলিয়া ভাট। ‘ওয়ার ২’-তে হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের পাশাপাশি কিয়ারাকে দেখা যাবে মহিলা গোয়েন্দার ভূমিকায়। আর সেই তালিকার নবতম সংযোজন আলিয়া, যিনি আদিত্য চোপড়া প্রযোজিত নতুন স্পাই ফিল্ম ‘আলফা’-তে কেন্দ্রীয় চরিত্রে দেখা দেবেন।

শোনা যাচ্ছে, ‘আলফা’ ছবির মহিলা এজেন্টকে প্রথমবার দর্শকদের সামনে হাজির করাবেই ‘ওয়ার ২’। শুক্রবার আলিয়া নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ‘ওয়ার ২’-এর ট্রেলার শেয়ার করে লিখেছেন, “আহা দারুণ মজার! আপনাদের সঙ্গে আগামী ১৪ আগস্ট দেখা হচ্ছে আপনার নিকটবর্তী সিনেমাহলে।” এই পোস্টের পরই গুঞ্জন আরও জোরদার হয়েছে।

বলিউড সূত্রে খবর, ‘ওয়ার ২’-তে ক্যামিও চরিত্রে আলিয়া ভাটের এন্ট্রির মাধ্যমে যশরাজ ফিল্মস দর্শকদের সঙ্গে পরিচয় করিয়ে দেবে ‘আলফা’র গোয়েন্দা চরিত্রকে। স্পাই ইউনিভার্সে এই পদ্ধতি নতুন নয়, এর আগে ‘পাঠান’ ও ‘টাইগার’-এও শাহরুখ-সলমন একে অপরের ছবিতে চমকপ্রদ আবির্ভাব ঘটিয়েছেন।

এরই মধ্যে মুক্তিপ্রাপ্ত আড়াই মিনিটের ট্রেলারে হৃতিক রোশনের সঙ্গে তীব্র অ্যাকশন সিকোয়েন্সে দেখা গিয়েছে কিয়ারা আডবানিকে। এবার যদি আলিয়াকেও তেমনই অ্যাকশনমুখী অবতারে পাওয়া যায় ‘ওয়ার ২’-এ, তাহলে দর্শকদের জন্য সেটাই হবে বাড়তি চমক। ১৪ আগস্ট মুক্তি পেতে চলা এই ছবিই এখন বলিউডপ্রেমীদের সবচেয়ে বড় প্রত্যাশা।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top