দেশ – যাত্রী নিরাপত্তা আরও আঁটসাঁট করতে বড় পদক্ষেপ নিল ভারতীয় রেলওয়ে। রেল সূত্রে জানা গেছে, এবার লোকাল ও দূরপাল্লার ট্রেনগুলোর যাত্রীবাহী কোচে বসানো হবে উন্নতমানের সিসিটিভি ক্যামেরা। এই পরিকল্পনার অনুমোদন দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
প্রাথমিক পর্যায়ে প্রায় ৭৪,০০০ কোচে এই ক্যামেরা বসানো হবে বলে রেল কর্তৃপক্ষ জানিয়েছে। প্রতিটি কোচে চারটি করে ক্যামেরা মূলত দরজার সংলগ্ন স্থানে বসানো হবে। ব্যবহার করা হবে STQC সার্টিফায়েড, উচ্চগুণমানের আধুনিক প্রযুক্তিসম্পন্ন ক্যামেরা যাতে দ্রুতগতির ট্রেন চলার সময়েও ভিডিওর মান বজায় থাকে।
ইতিমধ্যেই পরীক্ষামূলকভাবে কিছু ট্রেনে ক্যামেরা বসিয়ে ইতিবাচক ফল মিলেছে বলে জানিয়েছে রেল মন্ত্রক। প্রকল্পটি সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে যাত্রী নিরাপত্তায় আরও দৃঢ়তা আসবে বলে মনে করা হচ্ছে।
