দক্ষিন 24 পরগণা – সোমবার ভরসন্ধ্যায় আচমকা গুলির শব্দে কেঁপে ওঠে দক্ষিণ কলকাতার যাদবপুরের বিজয়গড় এলাকা। অভিযোগ, এক যুবতীকে লক্ষ্য করে গুলি চালায় তাঁর প্রাক্তন প্রেমিক। সৌভাগ্যবশত গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় প্রাণে বেঁচে যান ওই যুবতী। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে যাদবপুর থানার পুলিশ, তবে অভিযুক্ত যুবক বর্তমানে পলাতক।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বিজয়গড়ের একটি গলির মোড়ে এই ঘটনা ঘটে। আক্রান্ত যুবতী দীর্ঘদিন বেঙ্গালুরুতে চাকরি করতেন। সেখানেই অভিযুক্ত যুবকের সঙ্গে তাঁর পরিচয় এবং পরবর্তীকালে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কিন্তু সময়ের সঙ্গে সম্পর্কের অবনতি ঘটে। বিচ্ছেদের পরও যুবক নানা উপায়ে ওই যুবতীকে হয়রানি করতে থাকে।
স্থানীয় সূত্রের খবর, বেঙ্গালুরুতেই একবার ওই যুবতীর উপর হামলার চেষ্টা করেছিল অভিযুক্ত। তখনও কোনোমতে প্রাণে রক্ষা পান তিনি। এরপর ভয়ে বেঙ্গালুরু ছেড়ে কলকাতায় ফিরে আসেন এবং এখানে নতুন চাকরি শুরু করেন। কিন্তু তাতেও পিছু ছাড়েনি প্রাক্তন প্রেমিক।
অভিযোগ, সোমবার সন্ধ্যায় বিজয়গড়ের গলির মোড়ে যুবতীর সামনে এসে হাজির হয় অভিযুক্ত। জোর করে কথা বলার চেষ্টা করে, ফের সম্পর্ক গড়ে তোলার প্রস্তাব দেয়, এমনকি বিয়ের কথাও তোলে। যুবতী সেই প্রস্তাব প্রত্যাখ্যান করতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সে। মুহূর্তের মধ্যেই পকেট থেকে আগ্নেয়াস্ত্র বের করে প্রথমে ভয় দেখায়, তারপর গুলি চালায়। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে পাশের দেওয়ালে গিয়ে লাগে। আতঙ্কে যুবতীর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয়রা, কিন্তু তার আগেই পালিয়ে যায় অভিযুক্ত।
পুলিশ জানিয়েছে, ওই যুবক দক্ষিণ কলকাতার বাসিন্দা এবং তাঁকে ইতিমধ্যেই শনাক্ত করা গেছে। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি, অভিযুক্ত কীভাবে আগ্নেয়াস্ত্র জোগাড় করেছিল, সেটিও তদন্তের আওতায় এসেছে।
প্রাথমিক তদন্তে পুলিশ মনে করছে, এটি ব্যক্তিগত সম্পর্কজনিত প্রতিশোধমূলক হামলা। অভিযুক্তকে ধরতে বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে। ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক ছড়ালেও, পুলিশ জানিয়েছে— অভিযুক্তকে খুব শিগগিরই গ্রেপ্তার করা সম্ভব হবে।



















