উওর ২৪ পরগণা- সাত বছরে পা দিল লেডিস ক্লাবের বসন্ত উৎসব যেন কোন একটা জায়গায় খামতি রয়ে গেল। উৎসবে একে অপরকে রাঙিয়ে দেওয়ার মধ্যে কোথাও যেন একটা বিষাদের সুর শোনা গেল। বসিরহাট লেডিস ক্লাবের প্রায় ২০০,জন মহিলা সদস্য রয়েছে যারা প্রতিবছর একটি বাগান বাড়িতে বসন্ত উৎসবে প্রস্তুতি নিয়ে সবাই একসঙ্গে মিলিত হন।
এবার যেমন সদস্য সংখ্যাটা অনেকটা কমেছে। অন্যদিকে কোথাও যেন একটা আক্ষেপের সুর, প্রতিবছর যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে ভেষজ যুক্ত বিভিন্ন পাতার তৈরি আবীর ও রং আনা হত সেগুলো এবার আনা হয়নি, কারণ যাদবপুরে যেভাবে অশান্তি চলছে তাতে সেই ভেষজ যুক্ত রং আনতে পারিনি। উদ্যোক্তাদের গলায় সেটাও শোনা গেল।
কিন্তু পাশাপাশি এই খামতি মেটাতে এবার টাকি গভমেন্ট কলেজ থেকে ভেষজ যেসব পাতার তৈরি আবির যুক্ত রং সেইগুলো নিয়ে একে অপরকে রাঙিয়ে দিয়ে নাচ গানের মধ্য দিয়ে বসন্ত উৎসবে মেতেছে। শুধু একে অপরের মধ্যে আলিঙ্গন নাচ গান আবৃত্তি বীরভূমের সোনাঝুরি আদলে হাতের তৈরি কুটির শিল্প পসরা সাজিয়ে বসেছেন সদ।লেডিস ক্লাবের সদস্যরা। উদ্যোক্তা অমৃতা পাঠক তিনি জানান, প্রতিবছর প্রায় দুই শতাধিক সদস্য সংখ্যা হয় এবার অনেকটাই কমেছে কারণ যেসব ভেষজ রং আনা হতো সেগুলো এবার আনা হয়নি।
তার কিছুটা ঘাটতি মিটিয়েছে টাকি গভমেন্ট কলেজ তার মধ্যে যেই তারা নাচ গান আবৃত্তি লাঠি ও ডাঙ্গী নাচের মধ্য দিয়ে বসন্ত উৎসবের প্রস্তুতি শুরু করল। তারা বলেন কেমিক্যাল যুক্ত রঙ না ব্যবহার করে সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে ভেষজ রং ব্যবহার করুন তাতে সুস্থ শারীরিকভাবে সুস্থ থাকবেন পাশাপাশি ছোট ছোট শিশুদের রং মাখতে কোন অসুবিধা হবে না। একদিকে চোখ শারীরিক সুস্থতা থাকবে বেশি পরিমাণে ভেষজ রং ব্যবহার করুন।
