যাদের কোনো অস্তিত্ব নেই তাদের কথা কেউ শুনবে না, দেবু টুডু। বাংলায় যাদের কোনো অস্তিত্ব নেই তারা জেতার জন্য দিবা স্বপ্ন দেখেছে। সিপিএম ও বিজেপি নিয়ে এমনই বক্তব্য বলেন তৃণমূল কংগ্রেসের রাজ্যের মুখপাত্র দেবু টুডু। বৃহস্পতিবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাংবাদিক সম্মেলন ও শুক্রবার সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের সাংবাদিক সম্মেলন প্রসঙ্গে এদিন দেবু টুডু সাংবাদিকদের বলেন, “বিজেপি কাকে নিয়ে সভা করবে?
বর্ধমানে শুভেন্দুর সভায় লোক হবে না বলে সভা বাতিল করতে হয়েছে। এটা ওরা লজ্জায় বলতে পারছে না। আর বাংলায় লাল পাটির অস্তিত্ব কোথায়?” বৃহস্পতিবার শুভেন্দু অধিকারী বলেছেন, জানুয়ারির ৮ তারিখের সভায় ২৫ হাজার লোক হবে। তানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র জানান, সভায় ২৫ টা লোক আনতে হিমশিম খাচ্ছে। আর মুখে বলে বেড়াচ্ছে ২৫ হাজার লোক হবে। অন্যদিকে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমকে সাংবাদিকেরা কংগ্রেসের সাথে জোট নিয়ে প্রশ্ন করলে তিনি কোনো উত্তর না দিয়ে প্রশ্ন এড়িয়ে অন্য প্রসঙ্গে চলে যান। এপ্রসঙ্গে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র দেবু টুডু জানান, যাদের কোনো অস্তিত্ব নেই তাদের কথা কেউ শুনবে না। বিজেপি ও সিপিএম দুটো দলই সাইনবোর্ডে পরিনত হয়েছে।
আরও পড়ুন – ক্রীসমাসের আগে কেক তৈরির তৎপরতা
পঞ্চায়েত নির্বাচনে দুটো দলই জেতার দিবা স্বপ্ন দেখছে। শুক্রবার প্রায় ৪০ মিনিটের সাংবাদিক সম্মেলন করেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। নানান প্রসঙ্গ নিয়ে সাংবাদিকদের বলতে গিয়ে মহম্মদ সেলিম বলেন, রাজ্যকে নিয়ে বাজি খেলছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। এই কথার তীব্র প্রতিবাদ করে তৃণমূল কংগ্রেসের দেবু টুডু বলেন, “লাল পাটির নেই বাংলায়। তাই যাদের কোনো অস্তিত্ব নেই তাদের কথা কেউ গুরুত্ব দেয় না।“