যাযাবরদের থেকে উদ্ধার পাইথন ও বালি বোড়া

যাযাবরদের থেকে উদ্ধার পাইথন ও বালি বোড়া

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা, বীরভূম,৭ই সেপ্টেম্বর : বীরভূমে বাতাসপুর গ্রামে বেশ কয়েকদিন ধরে একদল যাযাবর বসবাস করছিলেন। গতকাল রামপুরহাট বনদপ্তরের কাছে খবর আসে ওই যাযাবরদের কাছে রয়েছে একটি পাইথন এবং একটি বালি বোড়া সাপ। ঘটনার খবর পেয়ে পুলিশি সহযোগিতায় তারা ওই যাযাবরদের থেকে উদ্ধার করেন সাপ দুটিকে।

যদিও এই ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি বলে জানিয়েছেন রামপুরহাট বনদপ্তরের আধিকারিক সুখেন কর্মকার। সাপ দুটির শারীরিক পরীক্ষার জন্য গতকালই পাঠিয়ে দেওয়া হয় সিউড়ি বনদপ্তরে।তারপর আজ সিউড়ি বনদপ্তর অফিসে গিয়ে শিক্ষক তথা সর্প বিশেষজ্ঞ দীনবন্ধু বিশ্বাস মহাশয় দেখতে পান পাইথনটি রুগ্ন এবং অসুস্থ। রুগ্ন এবং অসুস্থ দেখে পাইথনটিকে তিনি নিয়ে আসেন সিউড়ির পশু হাসপাতালে চিকিৎসার জন্য।

দীনবন্ধু বিশ্বাস মহাশয় জানান, “পাইথনটি রুগ্ন হয়ে পড়েছে দীর্ঘদিন ধরে বন্দী অবস্থায় থাকার কারণে। অপুষ্টিজনিত রোগ আক্রান্ত। আমি এটিকে হাসপাতালে নিয়ে এসেছি চিকিৎসার জন্য।”তিনি আরও জানান, “পাইথনটি সুস্থ হয়ে উঠলে বনদপ্তর এর সহযোগিতায় পূনর্বাসনের ব্যবস্থা করা হবে।”জানা গিয়েছে, যাদের কাছ থেকে ওই পাইথন এবং বালি বোড়া সাপটি উদ্ধার হয়েছে তারা সম্ভবত উড়িষ্যার বাসিন্দা। তারা মাঝে মধ্যেই ওই সকল এলাকায় এসে গ্রামে গ্রামে সাপ খেলা দেখান।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top