বিনোদন – টলিউডের জনপ্রিয় রিয়্যালিটি শো ‘ড্যান্স বাংলা ড্যান্স’-এর সেটে গতকাল এক অভূতপূর্ব দৃশ্য চোখে পড়েছে। বিচারক যীশু সেনগুপ্ত এবং অভিনেতা-পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরস্পরের সামনে ষাষ্ঠাঙ্গে শুয়ে প্রণাম করেছেন, যা দর্শকদের মুগ্ধ করেছে। তাঁদের এই অপ্রত্যাশিত অঙ্গভঙ্গি নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চার ঝড় উঠেছে।যীশু ও শিবপ্রসাদ দীর্ঘদিনের বন্ধু। শিবপ্রসাদের নতুন ছবি ‘আমার বস’-এর প্রচারে ব্যস্ত তিনি সেটে এসেছিলেন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের সঙ্গে। এই ছবিতে শিবপ্রসাদ একটি টক্সিক বসের চরিত্রে অভিনয় করেছেন। কিন্তু মঞ্চে বন্ধু যীশুকে দেখে তিনি মজার ছলে শুয়ে প্রণাম করেন। যীশু জানান, “আমরা দেখা হলেই এভাবে প্রণাম করি। এটা আমাদের বন্ধুত্বের অংশ।” শিবপ্রসাদ ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, “এটা শুধুই সম্মান ও মজার মিশেল। আমরা ছোট থেকে বন্ধু, একে অপরের কাজের প্রশংসা করি।”
