যুদ্ধকালীন নিরাপত্তার ঘেরাটোপে ভোট হচ্ছে চুঁচুড়া বিধানসভার সতীন সেন বিদ্যাপীঠে

যুদ্ধকালীন নিরাপত্তার ঘেরাটোপে ভোট হচ্ছে চুঁচুড়া বিধানসভার সতীন সেন বিদ্যাপীঠে

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

নিজস্ব সংবাদদাতা,চুঁচুড়া ,৬ ই মে :যুদ্ধকালীন নিরাপত্তার ঘেরাটোপে ভোট হচ্ছে চুঁচুড়া বিধানসভার(১৯০) ২নম্বর কসপাসডাঙ্গা সতীন সেন বিদ্যাপীঠে। এখানে মোট ৬টি বুথ। সকাল থেকেই মাঠে লাইন ভোটারদের। ssb-র জওয়ানরা সদাসতর্ক। দোতলা বিদ্যালয়ের ছাদেও সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী। বুথের কাছাকাছি ঘেষতে দেওয়া হচ্ছেনা ভোটারদের। বেশকিছুটা দুরে ব্যারিকেড। সেখান থেকে একজন একজন করে ঢোকানো হচ্ছে। বুথে ঢোকার মুখে বালির বস্তার গার্ড ওয়ালে বন্দুক তাঁক করে আছে ssb.যদিও বয়স্কদের দেখলে কেন্দ্রীয় বাহিনীই সহযোগীতার হাত বাড়িয়ে দিচ্ছে। তবে এখানেই ঘটেছে বিপত্তি। যার বাইরে এত নিরাপত্তা। সেই কেন্দ্রের ভিতরেই আলো কমের অভিযোগ আনলেন ভোটাররা। এই কেন্দ্রের ২৪২ নম্বর বুথে ভোট দিতে এসে এক প্রৌড়ার অভিযোগ কাকে ভোট দিলাম সেটাই বুঝতে পারলাম না। আলো একদম কম। চোখ খারাপ অন্ধকারে ভিভিপ্যাটের ঠিক জায়গাতেও নজর ফেলতে পারেননি তিনি।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top