ঘাটালে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ড এর দূরাভাষপল্লী এলাকার। সেখানেই সোমবার সকালে উদ্ধার হয় বছর ঊনিশের মৃণাল পাত্রর দেহ। পরিবার সূত্রে খবর,মৃনাল ঘাটালের কুশপাতায় একটি বেসরকারি সংস্থায় কাজ করতেন, সেখানেই পরিচয় হয় সুমন দাস ও সুরজ দাস নামে দুই যুবকের সঙ্গে।
এরপর একদিন না জেনেই সুরজ দাসের দিদিকে ‘আই লাভ ইউ’ ম্যাসেজ করে মৃণাল। ব্যাস তারপর থেকেই যত গণ্ডগোলের সূত্রপাত। মৃণাল কে একের পর অকথ্য ভাষায় গালিগালাজ করতে শোনা যায় সুরজকে। গালিগালাজের সঙ্গে চলতে থাকে ‘দেখে নেওয়ার হুমকি।’ এমনকী মৃণালকে সুরজ ও সুমন নাকি মারধরও করে।
বন্ধুর দিদিকে ভুল বসত প্রেমের ম্যাসেজ করেছিলেন। তখনও জানতেন না যাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন তিনি বন্ধুর দিদি। পরে জানাজানি হওয়ার পর ক্ষমাও চেয়ে নেন দিদির কাছে। তবু রাগ কমেনি বন্ধুর। একের পর হুমকি। কখনও হাত পা ভেঙে তাতে নুন ছিটিয়ে দেওয়ার তো কখনও পৃথিবী থেকেই সরিয়ে দেওয়ার। সঙ্গে অকথ্য গালিগালাজ। এরপর?
যেমনটা কেউ আশাও করেনি ঠিক সেই ঘটনা ঘটল। সোমবার সকালে উদ্ধার হল যুবকের দেহ। পরিবারের দাবি ওই বন্ধুই খুন করে ঝুলিয়ে দিয়েছে ছেলেটিকে। তবে গোয়েন্দাদের ধারণা হয়ত মেরে ফেলার হুমকি শুনে নিজেই আত্মঘাতী হয়েছেন ওই যুবক। গোটা ঘটনায় শুরু হয়েছে ।
আর ও পড়ুন কলকাতা ছাড়ার আগে যা বলে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
যদিও, মৃণাল যখন জানে যে যাকে সে প্রেমপত্র পাঠিয়েছে সে বন্ধুর দিদি তখন নিজেই মেয়েটির কাছে ক্ষমা চায় ও ভুল শিকার করে। সঙ্গে মেয়েটিকেও জানায় যে তাকে মেয়েটির ভাই হুমকি দিচ্ছে। সেই সময় সুরজের দিদি তাকে আশস্ত করলেও আখেরে লাভ কিছুই হয়নি।
এরপর সোমবার সকালে নিজের বাড়ি থেকে মৃণাল পাত্রের ঝুলন্ত দেহ দেখতে পায় তাঁর মা গায়ত্রী দেবী। গায়ত্রী দেবীর দাবি, “আমার ছেলেকে সুরজ দাস ও সুমন দাস নামে ওই দুই যুবক খুন করে ঝুলিয়ে দিয়ে গিয়েছে।” মৃত মৃণাল পাত্রের সঙ্গে ফোনে কথোপকথনের একটি অডিও পাওয়া গিয়েছে,যা নিয়ে মৃত্যুকে ঘিরে রহস্য ঘনীভূত হয়েছে।
মৃতের মায়ের দাবি ফোনে তাঁর ছেলেকে একাধিকবার হুমকিও দিত দুই যুবক সুরজ ও সুমন।ইতিমধ্যেই খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ঘাটাল থানার পুলিশ। দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ঘাটাল মহকুমা হাসপাতালের মর্গে । পুরো বিষয়টি খতিয়ে দেখছে ঘাটাল থানার পুলিশ। তবে ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছাড়িয়ে পড়ে।