নিজস্ব সংবাদদাতা,বাঁকুড়া, ২রা ডিসেম্বর :এক যুবকের রহস্য মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো বাঁকুড়ার সোনামুখী থানা এলাকার রাউতোড়া গ্রামে। মৃতের নাম শুভেন্দু ঘোষ (২৪)।
স্থানীয় সূত্রে খবর, শুক্রবার রাতে কেউ বা কারা শুভেন্দু ঘোষকে ফোন করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। তার পর সারা রাত সে বাড়ি ফেরেনি। শনিবার সকালে বাড়ি থেকে এক কিলোমিটার দূরে তার মৃতদেহ উদ্ধার হয়। মৃতদেহের পাশে একটি ছুরি পাওয়া গেছে। একই সঙ্গে ইঁট দিয়ে তার মাথা থেৎলে দেওয়া হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। সোনামুখী থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করেছে।
জানা গেছে, বছর পাঁচ আগে সোনামুখীরই নবাসন গ্রামে এই মৃত যুবকের বিয়ে হয়। তাদের তিন বছরের একটি সন্তান রয়েছে। মৃত শুভেন্দু ঘোষের স্ত্রী দীর্ঘদিন বাপের বাড়িতে থাকার পর শুক্রবারই রাউতোড়ার শ্বশুর বাড়িতে ফিরেছেন। পুলিশের পক্ষ থেকে ঘটনার তদন্ত চলছে বলে জানানো হয়েছে।