যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক যুবক!

যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গিয়ে গ্রামবাসীর হাতে আটক যুবক!

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



মালদা – হরিশ্চন্দ্রপুর ২ ব্লকের সুলতান নগর গ্রামের ডাটিয়ান গ্রামে সোমবার বিকেলে ঘটল চাঞ্চল্যকর ঘটনা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বৈজনাথপুর গ্রামের এক যুবক ডাটিয়ান গ্রামে গিয়ে এক যুবতীকে প্রেমের প্রস্তাব দিতে গেলে গ্রামবাসীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। সঙ্গে সঙ্গেই গ্রামের মাতব্বররা সালিশি সভা বসায় এবং অভিযোগ অনুযায়ী ওই যুবকের শাস্তি নির্ধারণ করা হয়।

এদিকে খবর পেয়ে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস ঘটনাস্থলে পৌঁছায়। পুলিস গ্রামবাসীদের কাছে যুবককে তুলে দিতে অনুরোধ করে, কিন্তু গ্রামবাসীদের একাংশ তা মানতে অস্বীকার করে। উল্টে পুলিসের উপর চড়াও হয়। শুরু হয় ধস্তাধস্তি ও গাড়ি আটকে বিক্ষোভ।

পরে পরিস্থিতি সামাল দিতে বিশাল পুলিস বাহিনী মোতায়েন করা হয়। তবুও সংঘর্ষে হরিশ্চন্দ্রপুর থানার আইসি মনোজিৎ সরকার, সাব-ইন্সপেক্টর শঙ্কর রজক, নিত্যানন্দ সাহা এবং থানার মহিলা-পুরুষ সিভিক ভলেন্টিয়াররা কমবেশি আহত হন।আইসি মনোজিৎ সরকার জানান, “ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে।”বর্তমানে এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। পুলিস পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য নিয়মিত টহল দিচ্ছে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top