বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী, কেন ?

বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী, কেন ?

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
যুবতী

বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী, কেন ? টিকটক স্টার হিসাবে জনপ্রিয় বছর ২১ এর নিকোলা ডাউনসের। প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। সম্প্রতি তিনি জানিয়েছেন ৫৪ বছরের মাইকেল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন।

 

সূত্রের খবর অনুযায়ী, নিকোলা নিজের ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের ছবিও শেয়ার করেছেন। এই বিষয় নিকোলা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সমস্ত চাহিদা মিটিয়ে দেন। কোনও খামতি রাখেন না। দামি জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে চলে আসে। টাকার দরকার শুধু একবার বললেই দিয়ে দেয়। সেই সঙ্গে কেনাকাটার থেকে খাওয়াদাওয়া, সব খরচ চালায়।

 

তাই এবার বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এই যুবতী। কে কী বলল তাতে গুরুত্ব দিতে নারাজ নিকোলা। আপাতত মাইকেলের সঙ্গেই থাকতে চান তিনি। তাদের সম্পর্ক নিয়েও নেটিজেনদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

 

কয়েকদিন আগে নিকোলা প্লাস্টিক সার্জারি করিয়েছেন। তাঁর গোটা খরচ মাইকেল দিয়েছে। এর পাশাপাশি নিকোলার পোশাক থেকে শুরু করে জীবনযাপনে বড় টাকা ঢালেন মাইকেল। সোশ্যাল মিডিয়ায় একসঙ্গে দুজনের প্রচুর ছবি রয়েছে। জানা গিয়েছে বর্তমানে একসঙ্গেই থাকেন নিকোলা ও মাইকেল।তবে তাঁদের বয়সের পার্থক্য ৩৩ বছরের। সেই বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ নিকোলা।সে শুধু তাকেই বিয়ে করতে চায়।

 

আর ও  পড়ুন    নুসরত জাহানের ‘পরিবর্তনের’ পুজো

 

উল্লেখ্য, বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী, কেন ? টিকটক স্টার হিসাবে জনপ্রিয় বছর ২১ এর নিকোলা ডাউনসের। প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। সম্প্রতি তিনি জানিয়েছেন ৫৪ বছরের মাইকেল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন।

 

সূত্রের খবর অনুযায়ী, নিকোলা নিজের ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের ছবিও শেয়ার করেছেন। এই বিষয় নিকোলা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সমস্ত চাহিদা মিটিয়ে দেন। কোনও খামতি রাখেন না। দামি জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে চলে আসে। টাকার দরকার শুধু একবার বললেই দিয়ে দেয়। সেই সঙ্গে কেনাকাটার থেকে খাওয়াদাওয়া, সব খরচ চালায়। তাই এবার বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এই যুবতী।

 

উল্লেখ্য, বাবার বয়সী প্রৌঢ়কে বিয়ে করতে মরিয়া বছর ২১এর এক যুবতী, কেন ? টিকটক স্টার হিসাবে জনপ্রিয় বছর ২১ এর নিকোলা ডাউনসের। প্রচুর ফলোয়ার রয়েছে তাঁর। সম্প্রতি তিনি জানিয়েছেন ৫৪ বছরের মাইকেল নামে এক ব্যক্তিকে বিয়ে করেছেন। সূত্রের খবর অনুযায়ী, নিকোলা নিজের ইনস্টাগ্রামে এই কথা জানিয়েছেন। সেই সঙ্গে তাঁর বয়ফ্রেন্ডের ছবিও শেয়ার করেছেন।

 

এই বিষয় নিকোলা জানিয়েছেন, তাঁর বয়ফ্রেন্ড সমস্ত চাহিদা মিটিয়ে দেন। কোনও খামতি রাখেন না। দামি জিনিস চাইলেই সঙ্গে সঙ্গে চলে আসে। টাকার দরকার শুধু একবার বললেই দিয়ে দেয়। সেই সঙ্গে কেনাকাটার থেকে খাওয়াদাওয়া, সব খরচ চালায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top