যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা, মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল গ্যালারি

যুবভারতীতে নজিরবিহীন বিশৃঙ্খলা, মেসিকে না দেখার ক্ষোভে উত্তাল গ্যালারি

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



কলকাতা – যুবভারতী ক্রীড়াঙ্গনে শনিবার চরম বিশৃঙ্খলার ছবি ধরা পড়ল। ফুটবলের রাজপুত্র লিওনেল মেসিকে (Lionel Messi) ঠিকভাবে দেখতে না পাওয়ার ক্ষোভে একাংশ মেসি-ভক্তের আচরণে লজ্জায় পড়ল শহর কলকাতা। এক বালতি জলে এক ফোঁটা চোনা পড়ে যাওয়ার মতোই কয়েকজনের উচ্ছৃঙ্খলতায় প্রশ্নের মুখে পড়ল গোটা ফুটবলপ্রেমী সমাজ।

বেলা প্রায় ১১টা ৩০ নাগাদ যুবভারতী ক্রীড়াঙ্গনে পৌঁছন লিওনেল মেসি। মাঠে নামার পর প্রীতি ম্যাচের খেলোয়াড়দের সঙ্গে হাত মেলান তিনি এবং গ্যালারির দর্শকদের উদ্দেশেও হাত নাড়েন। কিন্তু মাঠের একদিকে গেলেও অন্য দিকের গ্যালারিতে থাকা দর্শকদের বড় অংশ খুব দূর থেকে মেসিকে দেখতে পান। বহু জায়গা থেকে মেসিকে একেবারেই দেখা যায়নি বলে অভিযোগ ওঠে।

এরপরই পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একদল দর্শক ক্ষোভে মাঠের দিকে জলের বোতল ছোড়া শুরু করে। মুহূর্তের মধ্যেই বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে গ্যালারিতে। পরিস্থিতি বেগতিক বুঝে আয়োজকদের সিদ্ধান্তে মাত্র প্রায় ১৫ মিনিটের মধ্যেই মেসিকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হয়। নির্ধারিত সময়ের আগেই মাঠ ছাড়েন বিশ্বফুটবলের এই মহাতারকা।

মেসির হঠাৎ মাঠ ছেড়ে চলে যাওয়ার খবরে ক্ষোভে ফেটে পড়েন দর্শকদের একাংশ। গ্যালারিতে লাগানো প্ল্যাকার্ড ভেঙে ছিঁড়ে ফেলা হয়। বহু জায়গায় যুবভারতীর চেয়ার ভেঙে মাঠের দিকে ছোড়া হতে থাকে। পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে যখন একদল দর্শক মাঠে ঢুকে অনুষ্ঠানের মঞ্চ ও টেন্ট ভেঙে তাণ্ডব চালায়।

দূর দূরান্ত থেকে বিপুল টাকা দিয়ে টিকিট কেটে এসেও প্রিয় তারকাকে ঠিকভাবে দেখতে না পেয়ে হতাশা ও ক্ষোভে ফেটে পড়েন বহু দর্শক। ফুটবলপ্রেমী শহর কলকাতা এদিন সাক্ষী থাকল এক নজিরবিহীন, অস্বস্তিকর ঘটনার, যা দীর্ঘদিন মনে থেকে যাওয়ার মতো দাগ রেখে গেল।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top