নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪পরগণা, ২৬ জানুয়ারি, একাকি বৃদ্ধ বৃদ্ধার সাহায্যর্থে অশোকনগরে চালু হল নিশি বাস।প্রজাতন্ত্র দিবসের দিনে এক অভিনব কর্মসূচী গ্রহন করল অশোকনগরের একটি স্বেচ্ছাসেবী সংগঠন। শহরে একাকি বৃদ্ধ বৃদ্ধারা একাধিক বার বিপদে পড়েছে, এই ধরনের উদাহরন বহুবার সামনে এসেছে।
সেই চিন্তা ধারাকে সামনে রেখেই অশোকনগরের গোলবাজার এলাকায় কিছু যুবকের প্রচেষ্টায় শুরু হল “নিশি বন্ধু” তাদের দাবী যে সমস্ত বৃদ্ধ বৃদ্ধারা পরিবারে একা থাকেন সন্তানরা পেশাগত কারনে বাইরে থাকেন কিংবা নিসন্তানরা এই সুযোগ পাবেন। রাত দশটা থেকে সকাল ছটা পর্যন্ত যদি কেই অসুস্থ হয়ে পরে তাহলে তাদের ফোন করলে পৌছে যাবে তারা। অসুস্থ লোকদের হাসপাতাল পৌছে চিকিৎসা করানোর ব্যবস্থা থেকে ওষুধপত্র সমস্তু কিছু তারাই ব্যাবস্থা করবে।পরবর্তীতে পরিবারের অনান্য লোকজন এসে অ্যাম্বুলেন্স খরচ বহন করলেই হবে। এই ধরনের উদ্যোগে উপকৃত হবে একাকি বৃদ্ধ বৃদ্ধারা এমনটা মনে করছে অশোকনগরের সাধারণ মানুষ।
এই মুহুর্তে শুধুমাত্র অশোকনগরে এই পরিষেবা চালু থাকবে আগামী দিনে চারদিকে ছড়িয়ে দেবার প্রচেষ্টা রয়েছে উদ্যোক্তাদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হচ্ছে উদ্যোক্তাদের ফোন নাম্বার সহ লিপ্লেট। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অশোকনগর বিধানসভার বিধায়ক ধীমান রায় সহ অশোকনগরের শুভ বুদ্ধি সম্পন্ন বিশিষ্ট মানুষজন।