নিজস্ব সংবাদদাতা, উত্তর ২৪ পরগণা, ১৩ ডিসেম্বর, যে দেশে প্রধানমন্ত্রী তার গ্রাজুয়েশনের কাগজ দেখাতে পারেন না,সেখানে আমাদের কাছে কাগজ দেখতে চাইলে কী করে হবে? আজ বারাসতে বিশেষ আদালতে এসে এন আর সি প্রসঙ্গেএকথা বলেন জন আন্দোলন পার্টি নেতা হরকা বাহাদুর ছেত্রী।
তাঁর মতে NRC -র নাম করে যেসব কাগজ চাওয়া হবে অধিকাংশ পাহাড় বাসীর তা নেই।১৯৭২ সালে কালিমপঙ এ সরকারি হাসপাতাল তৈরি হয়েছে,অথচ ১৯৪৮ সালের নথি চাওয়া হচ্ছে।এদিকে আসামে ১ লক্ষের ও বেশি গোর্খা রা ডিটেনশন ক্যাম্পে রয়েছে, NRC চালু হলে সমস্যায় পড়বেন সেই সব পাহাড় বাসী।আগামী দিনে nrcর বিরোধিতা করে আন্দোলনে যাবার সিদ্ধান্তের কথা জানান তিনি।পাশাপাশি এই NRC – র প্রয়োগ সংবিধান বিরোধী,সংবিধানের ধর্মনিরপেক্ষতা ও প্রস্তাবনাকেও লঙ্ঘন করবে।দাবি হরকার।
যে দেশে প্রধানমন্ত্রী তাঁর গ্রাজুয়েশনের কাগজ দেখাতে পারেন না, সেখানে আমাদের কাছে কাগজ দেখতে চাইলে কী করে হবে?
যে দেশে প্রধানমন্ত্রী তাঁর গ্রাজুয়েশনের কাগজ দেখাতে পারেন না, সেখানে আমাদের কাছে কাগজ দেখতে চাইলে কী করে হবে?
Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram