যে রাজ্যে পা রাখব সেটাই দখল করবো, বললেন অভিষেক বন্দোপাধ্যায় ( Abhishek Bandopadhyay )

যে রাজ্যে পা রাখব সেটাই দখল করবো, বললেন অভিষেক বন্দোপাধ্যায় ( Abhishek Bandopadhyay )

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
Abhishek Bandopadhyay
যে রাজ্যে পা রাখব সেটাই দখল করবো, বললেন অভিষেক বন্দোপাধ্যায় ( Abhishek Bandopadhyay )
ছবি সংগ্রহে সাইন টিভি

শুধু বাংলায় নয়, এবার গোটা দেশেই বিজেপির বিরুদ্ধে লড়াই করবে তৃণমূল। শনিবার তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান থেকে ফের একবার অমিত শাহকে চ্যালেঞ্জ ছুঁড়লেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Bandopadhyay ) ।

 

তিনি বলেন “যে রাজ্যে পা রাখব সেটাই দখল করব। ধমকে চমকে তৃণমূলকে আটকে রাখা যাবে না।” তুলে আনলেন বাংলায় বিজেপির পরাজয়ের কথাও।তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের ভারচুয়াল অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন অভিষেক  ( Abhishek Bandopadhyay ) । তার সংক্ষিপ্ত বক্তব্যের সিংহভাগ জুড়েই ছিল ত্রিপুরার কথা। বঙ্গজয়ের পর থেকে উত্তর পূর্বের বাঙালি অধ্যুষিত রাজ্য ত্রিপুরা দখলের উদ্দেশে ঝাঁপিয়েছে তৃণমূল।

 

আর ও পড়ুন    দেশ বিক্রির পরিকল্পনা করেছে মোদি সরকার, অভিযোগ মমতার ( Mamata )

 

সেখানে বাধা পাচ্ছে ঘাসফুল শিবির। এদিন সেই বাধা পেরিয়ে এগিয়ে যাওয়ারই বার্তা দিলেন অভিষেক। ভারচুয়াল অনুষ্ঠানের মঞ্চ থেকে অভিষেক চ্যালেঞ্জ ছোড়েন, “যেখানে যেখানে বিজেপি রয়েছে। সেখানে মানুষ পদদলিত। সেই রাজ্য গুলোই বিজেপির কাছ থেকে ছিনিয়ে আনব। শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করব। সেই লক্ষ্যে অবিচল আমরা।

 

“ইডি-সিবিআই দিয়ে তৃণমূলকে ধমকে চমকে লাভ নেই। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই এগিয়ে যাবে তৃণমূল কংগ্রেস। ত্রিপুরায় সংগঠন বাড়াচ্ছে তৃণমূল। সেখানে তৃণমূল কংগ্রেস পা রাখতেই ভয় পাচ্ছে বিজেপি। ওদের পায়ের নিচ থেকে মাটি সরে গিয়েছে। তাও তো এখনও মমতা বন্দ্যোপাধ্যায় ত্রিপুরায় পা রাখেননি। উনি পা রাখলে ত্রিপুরায় ভূমিকম্প হবে।”

 

অসম, ত্রিপুরায় গণতন্ত্র নেই বলে দাবি করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Bandopadhyay ) । তৃণমূল কর্মীরা শেষ রক্তবিন্দু দিয়ে সেখানে গণতন্ত্র ফিরিয়ে আনবে বলেও প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর এই কাজে ছাত্র-যুবদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন অভিষেক বন্দোপাধ্যায় ( Abhishek Bandopadhyay )।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top