এই স্থানে যোগদান মেলায় ২ হাজার নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিলেন

এই স্থানে যোগদান মেলায় ২ হাজার নেতাকর্মীরা তৃণমূলে যোগ দিলেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram
যোগদান

এই স্থানে যোগদান মেলায় ২ হাজার নেতাকর্মীর তৃণমূলে যোগ দিলেন । বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া দেখে বেশ কিছু তৃণমূল নেতা-কর্মী বিজেপিতে নাম লিখিয়েছিল। যদিও নির্বাচনের ফল প্রকাশের পর তাদের মোহভঙ্গ হওয়ায় তারা

 

আবার তৃণমূলে ফিরে আসার ইচ্ছা প্রকাশ করেছিল। অবশ্য শুধু তৃণমূল নেতা-কর্মী নয় বিজেপিকে ভোট দেওয়ায় প্রায়শ্চিত্ত করতে সিপিএম কর্মীরা ও তৃণমূলে আসতে চাইছিল। আর দলীয় নেতৃত্বের প্রতি ক্ষোভ জানিয়ে প্রতিদিনের মত বিজেপি কর্মীরা দল ত্যাগ করে তৃণমূলের দিকে পা বাড়িয়েছিল। আর এইরকম ২ হাজার সিপিএম বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিল।

 

বৃহস্পতিবার এই বিশাল পরিমাণ নেতাকর্মীদের যোগ দেওয়ার জন্য উদয়নারায়নপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদয়নারায়নপুরের কানপুর অঞ্চলের ঘোড়াদহ বাসস্ট্যান্ডে আয়োজন করা হল যোগদান মেলার। ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বর্বরোচিত আক্রমণ ও অগণতান্ত্রিকভাবে মিছিলের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এইসব কর্মীরা তৃণমূলে যোগদান করে।

 

আর ও পড়ুন     আমাকে ভয় পেয়ে ভুল কথা বলছে বিজেপি, বললেন ফিরহাদ হাকিম

 

 

এদিন দলে যোগ দেওয়া কর্মীদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা উদয়নারায়ণপুরের বিধায়ক সমীর পাঁজা। সভায় উপস্থিত ছিলেন জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ।

 

এদিন বিধায়ক সমীর পাঁজা জানান বিধানসভা নির্বাচনের আগে বিজেপির পালে হাওয়া দেখে আমাদের দলের অনেক নেতাকর্মী বিজেপিতে চলে গিয়েছিল। যদিও পরে নিজেদের ভুল বুঝতে পেরে আবার দলে ফিরে আসতে চেয়েছে। ঠিক সেইরকম সিপিএম বিজেপি কর্মীরাও তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করছে। তিনি জানান দলে যোগ দেওয়া সকলেই একবাক্যে স্বীকার করেছে উন্নয়ন শান্তির আরেক নাম তৃণমূল কংগ্রেস।

 

উল্লেখ্য, এই বিশাল পরিমাণ নেতাকর্মীদের যোগ দেওয়ার জন্য উদয়নারায়নপুর তৃণমূল কংগ্রেসের উদ্যোগে উদয়নারায়নপুরের কানপুর অঞ্চলের ঘোড়াদহ বাসস্ট্যান্ডে আয়োজন করা হল যোগদান মেলার। ত্রিপুরায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বর্বরোচিত আক্রমণ ও অগণতান্ত্রিকভাবে মিছিলের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আয়োজিত প্রতিবাদ সভায় এইসব কর্মীরা তৃণমূলে যোগদান করে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top