যোগীরাজ্যে দুয়ারে সরকারের সাফল্যের পর জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

যোগীরাজ্যে দুয়ারে সরকারের সাফল্যের পর জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

যোগীরাজ্যে দুয়ারে সরকারের সাফল্যের পর জরুরী বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী। গত শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদে ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে ‘ ই- গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে এই পুরস্কার দেওয়া হয়। এই প্রকল্পের যোগীরাজ্যে সাফল্যের পর ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর তিনটে থেকে জরুরি বৈঠক ডাকলেন। যেখানে সমস্ত দফতরের সচিব এবং সব পুলিশ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, দুয়ারে সরকারের পাশাপাশি এই বৈঠকে পাড়ায় সমাধান নিয়েও‌ আলোচনা করা হবে।

 

প্রসঙ্গত, ‘দুয়ারে সরকার’ বাংলায় বিপুল সাড়া ফেলেছে। রাজ্যের বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পের সুবিধা গ্রহণের জন্য ‘দুয়ারে সরকার’ এ উপছে পড়া ভীড় লক্ষ্য করা গেছে। তার মধ্যে অন্যতম হলো ‘লক্ষী ভান্ডার’। এছাড়াও রয়েছে নানান জনমুখী প্রকল্প। আর এই দুয়ারে সরকারের জন্যই সাধারণ মানুষের কাছাকাছি পৌঁছে যাচ্ছেন সরকার।

 

আর এই অবস্থায় এই জরুরি বৈঠক বিশেষ তাৎপর্যপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন ওয়াকিবহল মহল। দুয়ারে সরকারের এই সাফল্য আগামী দিনে রাজ্যের সামাজিক সুরক্ষা মূলক প্রকল্পগুলিকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছে প্রশাসনিক মহল। আর এই দুয়ারে সরকারের সফলতার পিছনে বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জেলাগুলির বিডিও, এসডিও, আইসি, ওসিরা। তাই দুয়ারে সরকারের স্বীকৃত ভাগ করে নিতে চান মুখ্যমন্ত্রী। তাই এই জরুরি বৈঠক আয়োজিত হতে চলেছে বলে জানা যাচ্ছে।

আর ও পড়ুন  প্রেমিককে আত্মহত্যার প্ররোচনা, গ্রেফতার প্রেমিকা

উল্লেখ্য, গত শনিবার উত্তরপ্রদেশের এলাহাবাদে ‘দুয়ারে সরকার’ প্রকল্পকে ‘ ই- গভর্ন্যান্স অ্যাওয়ার্ড’ দেওয়া হয়। কম্পিউটার সোসাইটি অফ ইন্ডিয়ার তরফে এই পুরস্কার দেওয়া হয়। এই প্রকল্পের যোগীরাজ্যে সাফল্যের পর ধন্যবাদ জানাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার দুপুর তিনটে থেকে জরুরি বৈঠক ডাকলেন। যেখানে সমস্ত দফতরের সচিব এবং সব পুলিশ আধিকারিকদের উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। জানা গেছে, দুয়ারে সরকারের পাশাপাশি এই বৈঠকে পাড়ায় সমাধান নিয়েও‌ আলোচনা করা হবে।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top