নদীয়া – শান্তিপুর থানা এবং নদীয়া জেলা চাইল্ড লাইনের যৌথ অভিযানে শান্তিপুর যৌনপল্লী থেকে একজন বিদেশিনি নাবালিকা কন্যাকে উদ্ধার করে শান্তিপুর থানার পুলিশ।
ঘটনায় যৌনপল্লী থেকে দুজন যুবক কেও গ্রেফতার করেছে শান্তিপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর চাইল্ড লাইনের অভিযোগের ভিত্তিতে শান্তিপুর থানায় একটি কেস চালু হয়েছে এই ঘটনায়। যেখানে আই টি পি এ এ্যাক্টের সেকশন রয়েছে।
পুরো ঘটনা তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ এবং ওই যৌনপল্লীর যে ঘর থেকে বিদেশিনী নাবালিকা কে উদ্ধার করা হয়েছে সেই ঘরের মালিকের বিরুদ্ধেও এফআইআর করেছে শান্তিপুর থানার পুলিশ। আজ যৌন পল্লী থেকে গ্রেপ্তার হওয়া দুজনকে সাত দিনের পুলিশ হেফাজত চেয়ে রানাঘাট আদালতে পাঠায় শান্তিপুর থানার পুলিশ।
অপরদিকে যৌন পল্লী থেকে উদ্ধার হওয়া ওই নাবালিকা বিদেশীনি কন্যার বয়স সম্পর্কে আরো তদন্ত চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।বর্তমানে ওই নাবালিকা বিদেশিনী কে কৃষ্ণনগর হোমে পাঠিয়েছে শান্তিপুর থানার পুলিশ।
