টাক নিয়ে কটূক্তি যৌন হেনস্থার সমান-জানাল ইংল্যান্ডের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল। কর্ম ক্ষেত্রে কেউ যদি কোন ব্যক্তির টাক মাথা নিয়ে কটূক্তি করেন তাহলে সেই কটূক্তি একজন মহিলা সহকর্মীর স্তনের আকার নিয়ে কথা বলার সমান অর্থাত্ টাক মাথা নিয়ে যে কোন ধরনের কটুক্তি যৌন হেনস্থার সমতুল্য বলে পরিগণিত হবে বলে জানানো হলইংল্যান্ডের এমপ্লয়মেন্ট ট্রাইব্যুনাল এর তরফে।
সূত্রের খবর,টনি ফিন নামক একজন ব্যক্তি এই নিয়ে মামলা দায়ের করেছিলেন। তিনি জানান পশ্চিম ইয়র্কশায়ারের একটি সংস্থায় ইলেকট্রিশিয়ান হিসেবে তিনি কর্মরত ছিলেন প্রায় ২৪ বছর। ব্রিটিশ বাঙ্গ নামক এই কোম্পানিতে তার অন্যান্য সহকর্মীরা তার মাথার টাক নিয়ে নানান ধরনের বিদ্রুপ করতেন। শুধু তাই নয়,তার সাথে নাকি নানা ধরনের অন্যায় আচরণ ও চলত।এই আচরণ করে তাকে নাকি বরখাস্ত করা হয়েছে। তাই আর কোন উপায় না দেখে তিনি অভিযোগ জানিয়েছেন ট্রাইব্যুনালে। তার আরো অভিযোগ ছিল যে তার বয়স নিয়ে নানান ধরনের অন্যায় আচরণ করা হত।
আরও পড়ুন – আগামী ১৪ দিন হাওড়া-বর্ধমান শাখায় প্রায় ৪-৫ ঘন্টা বন্ধ থাকবে ট্রেন চলাচল
যদিও ট্রাইবুনাল সেই বিষয়টিকে খারিজ করে দিয়ে বাকি অন্যান্য অভিযোগগুলিকে গ্রহণ করে বিচার শুরু করে বলে জানা গিয়েছে।আবেদনকারীর অভিযোগ , ২০১৯ সালের জুলাই মাসে কারখানার সুপারভাইজার জেমি কিং এর সাথে তার বিবাদ চলছিল।সেসময় কিং তার টাক মাথা নিয়ে কটূক্তি করেন। এছাড়াও, তাকে হুমকি দেন। কিন্তু বিষয়টি নিয়ে ওই সংস্থার পক্ষ থেকে কোন পদক্ষেপ গৃহীত হয় নি। তাই তিনি বাধ্য হয়ে অভিযোগ জানান ট্রাইব্যুনালে। এক্ষেত্রে অভিনব রায় দিয়েছে ওই ট্রাইব্যুনাল। জানিয়েছে, “টাক মাথা নিয়ে কর্মস্থলে কটুক্তি করার যৌন হেনস্তার সমান। পরে অভিযুক্তদের বিচার করে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা করা হবে।”