হাওড়া – হাওড়ার একটি কলেজে নবাগত ছাত্রদের উপর যৌন হেনস্থার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল রাজ্য রাজনীতিতে। অভিযোগের তির শাসক দলের ছাত্র সংগঠনের নেতা সৌভিক রায়ের দিকে। জানা গেছে, সৌভিক নবাগত ছাত্রদের জোর করে প্যান্ট খুলে তাদের যৌনাঙ্গ দেখতে বাধ্য করতেন এবং তাতে বিকৃত আনন্দ উপভোগ করতেন। ঘটনায় নড়েচড়ে বসেছে শাসকদল। সৌভিক রায়কে শোকজ করা হয়েছে এবং আগামী ১৩ তারিখের মধ্যে তাকে লিখিত ব্যাখ্যা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। দলীয় সূত্রে খবর, উত্তর সন্তোষজনক না হলে সৌভিকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গেছে। সৌভিক জানিয়েছেন, তিনি শীঘ্রই দলের চিঠির যথাযথ জবাব দেবেন।
