‘রং দে তু মোহে গেরুয়া’ ,গান গাওয়াতেই কি অনুষ্ঠান বাতিল অরিজিৎ এর? রং দে তু মোহে গেরুয়া” গানটি কলকাতা চলচিত্র উৎসবের মঞ্চে অল্প পরিবেশন করেছিলেন অরিজিত সিং । আর এরপরেই ইকো পার্কে তাঁর অনুষ্ঠান বাতিল। তা নিয়েই উত্তাল রাজ্য-রাজনীতি। এই বিষয়ে কড়া ভাষায় শাসকদল তৃণমূলকে আক্রমণ করেছেন বিজেপি সহ বিরোধী শিবির। বিরোধীদের দাবি ,গেরুয়া গানের নাকি খেসারত দিতে হচ্ছে অরিজিত কে। যদিও এই বিতর্কে মুখ খুলল তৃণমূল কংগ্রেস। কেন বাতিল অরিজিতের অনুষ্ঠান তা নিয়ে ব্যাখ্যা দিয়েছেন ফিরহাদ হাকিমও।
আরও পড়ুন – কোন অস্থায়ী বনকর্মীকে স্থায়ী করা যাবে না, স্পষ্ট বার্তা জ্যোতিপ্রিয় মল্লিকের
আগামী ফেব্রুয়ারি মাসে ইকো পার্কে অরিজিত সিংয়ের অনুষ্ঠান রয়েছে। ইতিমধ্যে টিকিট বিক্রি প্রায় শেষ। আর এরই মধ্যেই নাকি ইকো পার্কে অরিজিতের অনুষ্ঠান বাতিল করে দেওয়া হয়েছে বলে জল্পনা শুরু হয়েছে । আর মুখ্যমন্ত্রীর সামনেই ‘রং দে তু মোহে গেরুয়া’ গান গাওয়ার কারণেই নাকি এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। যা নিয়ে রীতিমত শাসকের উপর চাপ বাড়াতে থাকে বিজেপি এবং সিপিএম। ঘটনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, বাংলার শিল্প-সাহিত্যকে ধ্বংস করছে তৃণমূল কংগ্রেস। তাঁদের কথা মতো না চললে অনুষ্ঠান বাতিল করে দেওয়া হচ্ছে।
গেরুয়া গানের জন্য অনুষ্ঠান বাতিল হবে এমন ছোট মন নয় বলে দাবি ফিরহাদ হাকিমের। তাঁর মতে, জি ২০ সম্মেলন রয়েছে। আর সেই কারণে ইকো পার্কের সব সব শো বাতিল করা হয়েছে বলে দাবি মেয়রের। তবে এই অনুষ্ঠানের জন্য আগে থেকে কোনও হিডকোর অনুমতি নেওয়া হয়নি বলে জানিয়েছেন তিনি। ফলে অযথা বিরোধীরা রাজনীতি করছেন বলেও মন্তব্য করেছেন ফিরহাদ।