
নিজস্ব সংবাদদাতা,উত্তর ২৪ পরগনা,১৮ই সেপ্টেম্বর : বসিরহাট মহাকুমার টোটো রিক্সা ইউনিয়ান বিশ্বকর্মা পুজো কে পাথেয় করে রক্তদানের মতো মহৎ দান অনুষ্ঠান করলেন । টোটো ইউনিয়নের শ্রমিকরাও মুমূর্ষু রোগীকে বাঁচাতে রক্তদানের আয়োজন করল মূল উদ্দেশ্য টোটো ইউনিয়নের চালক থেকে শ্রমিকরাও। যে রক্ত দিয়ে মুমূর্ষ রোগীকে বাঁচানোর সংকল্প নিল। একদিকে গ্রীষ্মকালে রক্ত সংকট। যাতে রক্তের অভাবে কোন প্রাণ না যায় ।তাই জাত ধর্মের ঊর্ধ্বে গিয়ে হিন্দু-মুসলিম যৌথভাবে বসিরহাট টোটো ইউনিয়নে বিশ্বকর্মা পুজোয় মাতলেন। উদ্দেশ্য একটাই সমাজের জন্য কিছু করা।



















