বিনোদন – টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী এবার একেবারে নতুন রূপে ধরা দিলেন। পুজোর সময় মুক্তি পেতে চলা ‘রক্তবীজ ২’ ছবিতে তাঁকে দেখা যাবে পুলিশ অফিসার সংযুক্তা মিত্রের ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে এবার কমফোর্ট জোন ছেড়ে এক সাহসী অবতারে পর্দায় হাজির হচ্ছেন তিনি। প্রথমবার অনস্ক্রিনে বিকিনি লুকে দেখা যাবে মিমিকে।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মিমির বিকিনি লুকের ছবি ও ভিডিও, যা ইতিমধ্যেই নেটমাধ্যমে ভাইরাল। নীল রঙের বিকিনিতে হাঁটু জলে দাঁড়িয়ে সমুদ্রপাড়ে ধরা দিয়েছেন নায়িকা। ভেজা চুল, চোখে আত্মবিশ্বাস, আর পেটের নীচে উঁকি মারছে তাঁর ট্যাটু। এক ভিন্ন স্বাদের সাহসী লুকে মিমিকে দেখে মুগ্ধ নেটজনতা, মন্তব্যের ঘরে একের পর এক “আগুন” ইমোজি।
যদিও মিমিকে অফস্ক্রিনে আগেও বিকিনিতে দেখা গিয়েছে—বিশেষত ছুটি কাটাতে বিদেশে গেলে সমুদ্রসৈকতে তিনি এমনভাবে ক্যামেরাবন্দি হয়েছেন বহুবার। কিন্তু এভাবে ছবির পর্দায় কখনও তাঁকে দেখা যায়নি। এর আগে পরিচালকের অনুরোধে অনস্ক্রিন লিপ কিস করতে না চাওয়ার কারণে সৃজিত মুখোপাধ্যায়ের ‘কিলবিল সোসাইটি’ ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন মিমি। আর সেই অভিনেত্রীকেই এবার দেখা যাবে একটি বোল্ড ক্যারেক্টারে।
তবে পুলিশ অফিসার চরিত্রে অভিনয় করতে গিয়ে কেন পর্দায় বিকিনিতে দেখা যাবে সংযুক্তা মিত্রকে—সে উত্তর মিলবে ‘রক্তবীজ ২’-এর মুক্তির পরেই। বাংলা ছবিতে সাধারণত নায়িকাদের এ ধরনের সাহসী লুকে দেখা যায় না, যদিও বলিউডে তা অনেক বেশি প্রচলিত। ‘পাঠান’-এ দীপিকা পাড়ুকোন বা ‘ওয়ার টু’-তে কিয়ারা আডবানির বিকিনি লুক ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে এসেছে।
