নিজস্ব সংবাদদাতা,কোচবিহার , ১লা মে :রক্তাক্ত অবস্থায় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ওই যুবতীর নাম মন্দিরা দাস(১৮)। তার বাড়ি ভেটাগুড়ি ২ নং গ্রাম পঞ্চায়েতের সিঙ্গিজানি এলাকায়। সে দিনহাটা কলেজে প্রথমবর্ষের ছাত্রী। ওই যুবতীর মুখে ও মাথায় ক্ষত থাকলেও তাঁর সাথে ধর্ষণের কোন ঘটনা ঘটে নি বলে পুলিশের প্রারথমিক অনুমান। তবে তাঁকে খুন করে ফেলে রেখে গিয়েছে কিনা, তা নিয়ে রহস্য দানা বেঁধেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
কোচবিহার কোতোয়ালী থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, গতকাল ওই যুবতী কয়েকজন বন্ধুর সাথে একটি লাল রঙের মোটর সাইকেলে করে বের হন। তারপর আর বাড়ি ফেরেন নি। তাঁর মোবাইল নম্বরে ফোন করলে বন্ধ রয়েছে বলে জানানো হয়। তবে বাড়ির লোকজন আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের মধ্যে খোঁজ খবর নিলেও থানায় কোন মিসিং ডাইরি করেনি বলে জানা গিয়েছে।
এদিন সকালে দেওয়ানহাট-বলরামপুর রাজ্য সড়কের পাশে জিরানপুর গ্রাম পঞ্চায়েতের গোসাইগঞ্জ বেলতলা তেপথী এলাকায় ওই যুবতীর মৃতদেহ পরে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পুলিশকে স্থানীয়রা খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেয়।