উত্তর ২৪পরগণা:- কাঁদছে মানুষ বাড়িয়ে হাত বাঁচাতে তাদের প্রাণ এসো সবে মিলে মিশে করি মহতি রক্তদান। এই অঙ্গীকার কে সামনে রেখে পারস্পরিক দেওয়া-নেওয়া, সহযোগিতা ও সহানুভূতির ভিত্তিতে আমাদের এই সমাজ গড়ে ওঠে । মানুষ সমাজবদ্ধ জীব ।

একা একা কেউ বাঁচতে পারে না । সকলকে নিয়েই মানুষ বাঁচে । তাই সকলের উচিত সকলের প্রয়োজনে পাশে দাঁড়ানো । রক্তদান জীবন দান। রক্তদানের বাঁচে মুমূর্ষ ও থেলাসেমিয়া রোগীদের প্রাণ। প্রতিবছর গ্রীষ্মকাল এলেই যেভাবে রাজ্যের ব্লাড ব্যাংকগুলি রক্তশূন্য হয়ে পড়ে, সেকথা অজানা নয় কারো। পাশাপাশি করোনা মহামারী কালে রাজ্যের ব্লাড ব্যাংক গুলোতে রক্তের আকাল দেখা দিয়েছে। সেই রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এবার এগিয়ে এলো ২৪ নম্বর তৃণমূল কংগ্রেস ও যুব কংগ্রেস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাতের পৌর প্রশাসক সুনীল মুখার্জি রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ ও ওয়ার্ডের বিভিন্ন কো-অর্ডিনেটর রা।প্রায় ১৫০ জন রক্তদাতা আজ এই রক্তদান শিবিরে রক্ত দান করেন।