রক্ত সংকটে এগিয়ে এল শিক্ষা প্রতিষ্ঠান। রক্ত সংকট অব্যাহত। জেলার অনেক ব্লাড ব্যাঙ্কই কার্যত শূন্য। তুলনামূলক ভাবে বিভিন্ন সংগঠনের সহযোগিতায় শ্রমজীবী ব্লাড ব্যাঙ্ক পরিস্থিতি অনেকটাই সামাল দিলেও গত এক সপ্তাহ যাবৎ ঐ ব্লাড ব্যাঙ্কও প্রায় শূণ্য হয়ে পরে। আরও একটি সমস্যা প্লেটলেট পাওয়ার। জেলায় ডেঙ্গির প্রাদুর্ভাব কমেনি, আকাল প্লেটলেটেরও।
কিন্তু মুশকিল হল প্লেটলেট পাঁচ দিনের বেশি রাখা যায় না। অর্থাৎ রবিবারে রক্তদান শিবির হলে প্লেটলেট ব্যবহার করে ফেলতে হবে বৃহস্পতিবারের মধ্যে। অন্যথায় ফেলে দিতে হবে তা। ফলে শুক্র শনি রবি ব্লাড ব্যাঙ্ক থেকে যায় প্লেটলেট শূন্য। বিপাকে পড়েন গুরুতর ডেঙ্গি রুগীরা।শ্রমজীবী ব্লাডব্যাঙ্ক সকলের কাছে আবেদন করেছিল, সপ্তাহের মাঝে কোনো শিবির করার।আবেদনে সাড়া দিয়ে আজ বিশ্ব এডস্ দিবসে এগিয়ে এল দুটি শিক্ষা প্রতিষ্ঠান একটি সিঙ্গুরের গভর্নমেন্ট জেনারেল ডিগ্রী কলেজ – রেড রিবন ক্লাব-এর সদস্যরা রক্তদান করে দিনটা উদযাপন করেন।
আরও পড়ুন – ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পৃথক তিনটি পরিবার
শ্রীরামপুর শ্রমজীবী হাসপাতালের ব্লাড ব্যাংকের সহযোগিতায় গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ, সিঙ্গুর, জাতীয় সেবা প্রকল্পের শাখা-র উদ্যোগে আয়োজিত হয় রক্তদান শিবির। প্রায় চল্লিশ জন ছাত্রছাত্রী, অধ্যাপক ও শিক্ষাকর্মী এই শিবিরে রক্তদান করেন। কলেজের অধ্যক্ষ ড. শান্তনু চক্রবর্তী ও জাতীয় সেবা প্রকল্পের ভারপ্রাপ্ত অধ্যাপক ড. সুশান্ত নাথ এই উপলক্ষে রক্তদাতাদের অভিনন্দন জানান।
দ্বীতীয় শিবিরটি হয় বলাগড় বিজয় কৃষ্ণ মহাবিদ্যালয়ের ছাত্র সংগঠনের উদ্যোগে। এখানে শহিদ গোপীনাথ সাহার মৃত্যু শতবর্ষ উপলক্ষে শহিদের উদ্দেশ্যে শিবিরটি উৎসর্গ করা হয়। শহিদ গোপীনাথ সাহা সম্মান তুলে দেওয়া হয় শ্রমজীবী হাসপাতালের সহসম্পাদক গৌতম সরকারের হাতে। এই শিবিরেও চুয়াল্লিশ জন রক্তদাতা রক্ত দান করেন। রক্ত সংকটে