রক্ষণাবেক্ষণের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জারি ট্র্যাফিক নির্দেশিকা

রক্ষণাবেক্ষণের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ বিদ্যাসাগর সেতু, জারি ট্র্যাফিক নির্দেশিকা

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram


হুগলি – রক্ষণাবেক্ষণের কাজের জন্য টানা ১৭ ঘণ্টা বন্ধ থাকছে দ্বিতীয় হুগলি সেতু বা বিদ্যাসাগর সেতু। হাওড়া সিটি পুলিশের নির্দেশিকা অনুযায়ী, আজ ২৫ জানুয়ারি, রবিবার ভোর ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত এই সেতু দিয়ে সমস্ত ধরনের যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। এর জেরে কলকাতা ও হাওড়ার মধ্যে যাতায়াতে বড়সড় প্রভাব পড়তে চলেছে।
সেতু বন্ধ থাকার সময় কলকাতা ও হাওড়ার মধ্যে চলাচলকারী সমস্ত যানবাহনকে নির্ধারিত বিকল্প পথ ব্যবহার করতে হবে। উল্লেখ্য, এর আগেও গত ১৪ ডিসেম্বর রক্ষণাবেক্ষণের কাজের জন্য প্রায় ৮ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল বিদ্যাসাগর সেতু।
সূত্রের খবর, হুগলি রিভার ব্রিজ কমিশনার্সের অধীনে দ্বিতীয় হুগলি সেতুর কেবল বদলের কাজ চলছে। সেই কাজেরই অংশ হিসেবে রবিবার ফের সেতু বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিরাপত্তা ও কাজের গুণগত মান বজায় রাখতেই এই সিদ্ধান্ত বলে প্রশাসনের দাবি।
কলকাতামুখী যানবাহনের ক্ষেত্রে হাওড়া ব্রিজ, নিবেদিতা সেতু এবং বালি ব্রিজ ব্যবহার করে কলকাতায় প্রবেশ করতে হবে। কোলাঘাট থেকে ১৬ নম্বর জাতীয় সড়ক ধরে আসা মালবাহী গাড়িগুলি নিবেদিতা সেতু হয়ে ধূলাগড়, নিবড়া, সলপ, পাকুরিয়া, বালিঘাট ও বালি হল্ট স্টেশনের মাঝের সিসিআর ব্রিজ দিয়ে কলকাতায় ঢুকবে। ডানকুনির দিক থেকে কলকাতামুখী মালবাহী গাড়ির ক্ষেত্রেও নিবেদিতা সেতু ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে।
হাওড়ামুখী যানবাহনের জন্য কলকাতা থেকে হাওড়াগামী গাড়িগুলিকে হাওড়া ব্রিজ ও নিবেদিতা সেতু ব্যবহার করতে হবে। হাওড়া থেকে কোলাঘাটমুখী যাত্রিবাহী গাড়িগুলি কাজিপাড়া, জিটি রোড, ব্যাতাইতলা, আন্দুল রোড ও আলমপুর হয়ে ১৬ নম্বর জাতীয় সড়কে উঠবে। পাশাপাশি, কোনও এক্সপ্রেসওয়ে, নিবড়া ও অঙ্কুরহাটি হয়ে জাতীয় সড়ক ধরেও যাতায়াত করা যাবে।
ডানকুনিগামী যানবাহনের জন্য বিকল্প পথ হিসেবে ড্রেনেজ ক্যানাল রোড (শৈলেন মান্না সরণি), শানপুর ও হাওড়া আমতা রোড (পুরনো বম্বে রোড) ধরে ১৬ নম্বর জাতীয় সড়ক হয়ে সিসিআর ব্রিজ ব্যবহার করে মাইতি পাড়ার দিকে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়াও কাজিপাড়া, জিটি রোড, ফোরশোর রোড, সালকিয়া ও বালি হয়ে মাইতি পাড়ায় পৌঁছনো যাবে।
সেতু বন্ধের জেরে যানজট এড়াতে সাধারণ মানুষকে বিকল্প পথ ব্যবহার ও অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দিয়েছে পুলিশ প্রশাসন।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top