রক্ষণাবেক্ষণের জন্য ১৬ নভেম্বর সম্পূর্ণ বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

রক্ষণাবেক্ষণের জন্য ১৬ নভেম্বর সম্পূর্ণ বন্ধ বিদ্যাসাগর সেতু, বিকল্প রুট জানাল কলকাতা পুলিশ

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram



হুগলি – বিদ্যাসাগর সেতু বা দ্বিতীয় হুগলি সেতুর রক্ষণাবেক্ষণকে কেন্দ্র করে ফের বড়সড় পরিবর্তন আসছে শহরের ট্রাফিক ব্যবস্থায়। কলকাতা পুলিশ তাদের বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামী রবিবার, ১৬ নভেম্বর ভোর থেকে রাত পর্যন্ত সেতুর উপর দিয়ে কোনও যান চলাচলই করা যাবে না। সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ থাকবে সেতুর প্রবেশপথ। গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ চলার জন্যই এই পদক্ষেপ। ফলে হাওড়া ও কলকাতার মধ্যে অন্যতম ব্যস্ত এই সেতু বন্ধ থাকায় শহরের বিভিন্ন রাস্তায় যানচাপ বাড়বে বলে আগেই সতর্ক করেছে লালবাজার। সেই কারণে আগে থেকেই প্রকাশ করা হয়েছে বিকল্প রুটের নির্দেশিকা।

এজেসি বোস রোড হয়ে বিদ্যাসাগর সেতুর দিকে যাওয়া সব গাড়িকে টার্ফ ভিউ থেকে গ্রেড রোড-হেস্টিংস ক্রসিং হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে গাড়িগুলিকে হাওড়া ব্রিজ অথবা খিদিরপুরের দিকে কেপি রোড ধরার পরামর্শ দিয়েছে পুলিশ। আবার খিদিরপুর-সিজিআর রোড থেকে সেতুর দিকে যেতে ইচ্ছুক গাড়িগুলিকে হেস্টিংস ক্রসিং-এ বাম দিকে ঘুরিয়ে সেন্ট জর্জেস গেট রোড হয়ে স্ট্র্যান্ড রোড-হাওড়া ব্রিজ রুটে পাঠানো হবে। যদিও বিকল্প ব্যবস্থা রাখা হলেও যানজটের আশঙ্কা থেকেই যাচ্ছে। তাই রবিবার সকাল থেকেই হেস্টিংস, সিজিআর রোড, স্ট্র্যান্ড রোড-সহ গুরুত্বপূর্ণ মোড়ে বাড়তি পুলিশ মোতায়েন থাকবে।

ইতিমধ্যেই সেতুর বিভিন্ন অংশে মেরামতির কাজ চলছে। চলতি মাসের ৯ তারিখেও একই কারণে বিদ্যাসাগর সেতু বন্ধ রাখা হয়েছিল। দ্বিতীয় হুগলি সেতুর বিভিন্ন জায়গায় পর্যায়ক্রমে সংস্কারের কাজ দীর্ঘদিন ধরেই চলছে। রবিবার ছুটির দিন হলেও সেতু বন্ধ থাকায় বহু মানুষ সমস্যায় পড়ছেন। কারণ সপ্তাহান্তে স্কুল-কলেজ এবং কিছু অফিস বন্ধ থাকলেও বেশিরভাগ কর্মস্থল খোলা থাকে। ফলে যাতায়াতে অসুবিধা কাটছে না সাধারণ মানুষের।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top