বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলো দত্তপুকুর লোকাল। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার চারদিনের মাথায় ফের বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা। ফিসপ্লেট ভেঙে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারতো দত্তপুকুর লোকাল। শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে রেলযাত্রীদের নিরাপত্তা।
রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল যখন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিকে যাওয়ার সময় হঠাৎ বিকট আওয়াজ শুরু হয় প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে দত্তপুকুর লোকাল। ঝাঁকুনির অভিঘাতে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী অল্পবিস্তর জখম হন। ট্রেনের চালক জানান রেললাইনে ফিসপ্লেট ভাঙ্গা ছিল।
বিষয়টি তার চোখে পড়তেই এমার্জেন্সি ব্রেক কষেন তিনি। এর জেরেই প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে ট্রেন। বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পৌঁছন রেলের উচ্চপদস্থ আধিকারিকরা। প্রায় 40 মিনিট ধরে বেড়াবো তারপর ওই লাইনে ট্রেন চলাচল ফের চালু হয়। রেলের লাইন রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত বিশেষজ্ঞরা জানিয়েছেন রবিবার বড় দুর্ঘটনার মুখে পড়তে পারতো দত্তপুকুর লোকাল যেভাবে ফিসপ্লেট ভাঙ্গা ছিল তা যদি চালক আগে থেকে লক্ষ্য না করতেন তাহলে ট্রেন বেলাইন হতে পারত।
আর ও পড়ুন গঙ্গা স্নান সেরে বাড়ি ফেরার পথে বাসের ধাক্কায় আহত একই পরিবারের কুড়িজন
স্বভাবতই প্রশ্ন উঠছে এত গুরুত্বপূর্ণ লাইন যেখানে প্রতিদিন কয়েকশো লোকাল ট্রেন চলে সেখানে লাইনে রক্ষণাবেক্ষণে এত গলদ কেন! যদিও রবিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে সরকারি ভাবে কিছু জানায়নি রেল কর্তৃপক্ষ রেলের একটি সূত্রের দাবি ঘটনার তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলো দত্তপুকুর লোকাল। ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার চারদিনের মাথায় ফের বড় ধরনের বিপর্যয় থেকে রক্ষা। ফিসপ্লেট ভেঙে বড় ধরনের দুর্ঘটনায় পড়তে পারতো দত্তপুকুর লোকাল। শেষ পর্যন্ত অল্পের জন্য রক্ষা। গোটা ঘটনায় প্রশ্নের মুখে রেলযাত্রীদের নিরাপত্তা।রেল সূত্রে জানা গিয়েছে, রবিবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ শিয়ালদহ বনগাঁ শাখার ডাউন দত্তপুকুর লোকাল যখন বামনগাছি স্টেশন ছেড়ে বারাসাতের দিকে যাওয়ার সময় হঠাৎ বিকট আওয়াজ শুরু হয় প্রবল ঝাঁকুনি দিয়ে দাঁড়িয়ে পড়ে দত্তপুকুর লোকাল। ঝাঁকুনির অভিঘাতে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী অল্পবিস্তর জখম হন। ট্রেনের চালক জানান রেললাইনে ফিসপ্লেট ভাঙ্গা ছিল।