রঘুনাথগঞ্জের ফারহা জামিয়া, কুড়ি মাস বয়সে বুকস অফ রেকর্ডে নাম। মুখে আধো আধো কথা। কিন্তু তাতেও বাজিমাৎ। ২০ মাস বয়েসে নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ২০ মাস বয়েসেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর গ্রামপঞ্চায়েতের খোদারামপুর গ্রামের ফারহা জামিয়া। ১৬ মাস বয়স থেকে মায়ের কাছে থেকে পাঠ শুরু ফারহা জামিয়ার।
এখন তার বয়স ২০মাস। কিন্তু এর মধ্যেই বাংলা, ইংরেজি, ও আরবী ভাষা মিলিয়ে বেশ কিছু কবিতা তার মুখস্থ। শুধু তাইই নয় বছরের চারটে ঋতু, দিন, মাসের নাম মুখস্থ। পাশাপাশি ছবি দেখে এক নিমেষেই বলে দিতে পারে শিশুদের বইয়ে থাকা পশু, পাখি, সব্জি, ফুল, ফল, বৈদুতিক সরঞ্জাম সহ আসবাব পত্রের নাম। এরপরেই মনে উৎসাহ জাগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার। তারপরেই সুযোগ বুঝে গত ১৪ ই জুলাই আবেদন করে পরিবার। যা নিশ্চিত হয় সেপ্টেম্বরে। ১৫ই অক্টোবর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র-সহ মেডেল আসে ফারহা জামিয়ার বাড়িতে। তাই দেখেই খুশি পরিবারের লোকজন।
আরও পড়ুন – রায়দিঘীতে পুকুর থেকে উদ্ধার কুমির
উল্লেখ্য, মুখে আধো আধো কথা। কিন্তু তাতেও বাজিমাৎ। ২০ মাস বয়েসে নাম তুলল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। মাত্র ২০ মাস বয়েসেই নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানার বড়শিমুল দয়ারামপুর গ্রামপঞ্চায়েতের খোদারামপুর গ্রামের ফারহা জামিয়া। ১৬ মাস বয়স থেকে মায়ের কাছে থেকে পাঠ শুরু ফারহা জামিয়ার। এখন তার বয়স ২০মাস।
কিন্তু এর মধ্যেই বাংলা, ইংরেজি, ও আরবী ভাষা মিলিয়ে বেশ কিছু কবিতা তার মুখস্থ। শুধু তাইই নয় বছরের চারটে ঋতু, দিন, মাসের নাম মুখস্থ। পাশাপাশি ছবি দেখে এক নিমেষেই বলে দিতে পারে শিশুদের বইয়ে থাকা পশু, পাখি, সব্জি, ফুল, ফল, বৈদুতিক সরঞ্জাম সহ আসবাব পত্রের নাম। এরপরেই মনে উৎসাহ জাগে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তোলার। তারপরেই সুযোগ বুঝে গত ১৪ ই জুলাই আবেদন করে পরিবার। যা নিশ্চিত হয় সেপ্টেম্বরে। ১৫ই অক্টোবর মাসে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের শংসাপত্র-সহ মেডেল আসে ফারহা জামিয়ার বাড়িতে। তাই দেখেই খুশি পরিবারের লোকজন।