রঘুনাথগঞ্জে আগুনেপুরে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ী পরিদর্শন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন

রঘুনাথগঞ্জে আগুনেপুরে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ী পরিদর্শন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন

Facebook
Twitter
LinkedIn
Email
WhatsApp
Print
Telegram

রঘুনাথগঞ্জে আগুনেপুরে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ী পরিদর্শন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সম্প্রতি গত ৬ তারিখ রবিবার জঙ্গিপুর বিধানসভার দফরপুর গ্রাম পঞ্চায়েতের মালডোভা গ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন লেগে যায়। এবং তা ক্ষণিকের মধ্যেই বাড়ির ছয়টি ঘর সহ বৃদ্ধার ঘরের সমস্ত জিনিস নিমিষেই আগুনে ভস্মীভূত হয়ে যায়।

 

পরিবার সূত্রে জানা যায় আগুনের গতিবেগ এতোটাই বেড়ে জাই যা কোনোকিছু উদ্ধার করার সময় পাওয়া যায়নি।শুধুমাত্র নিজের বাড়ির শিশুদের প্রাণ বাঁচানোর তাগিদে ছুটে পালায়। এছাড়াও তিনারা বলেন এখন আমরা নিঃস্ব আমাদের বেচেঁ থাকার সম্বল টুকু ও নেই,শিশুদের মুখে খাবার দেওয়ার মত কিছু নেই।এবং রাত্রি যাপন করতে হচ্ছে গাছের তলায় তাবু খাটিয়ে।

 

স্থানীয় গ্রামপঞ্চায়েতের প্রধান বা মেম্বার প্রায় তিন হয়ে গেলেও কারো কোন আশ্বাস টুকুও পাওয়া যায়নি। এইরকম ভয়াবহ পরিস্থিতিতে তিনারা রাজ্য সরকারের কাছে সাহায্যের আর্জি জানিয়েছেন। তাদের আর্তনাদে সারা দিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারের পার্শ্বে দারাতে সরজমিনে গিয়ে তাদের দুর্দশার কথা শুনলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন।

 

এই নিয়ে বিধায়ক জাকির হোসেন বলেন আমি ও আমাদের রাজ্য সরকার সর্বদা অসহায়দের পার্শ্বে আছি।আমি ব্যাক্তিগতভাবে তাদের যথা সাধ্য সহযোগিতা করবো আমার ব্যাক্তিগত তহবিল থেকে। এবং মহকুমা শাসক, ও জেলা শাসকের কাছে ক্ষতিগ্রস্ত পরিবারের বাসস্থানের জন্য অতিদ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানাবো বলেই আশ্বস্ত করেন।

আরও পড়ুন –  অভিষেকের জন্মদিনে বাড়ির সামনে উপচে পড়া ভীড়, হাসি মুখে মেটালেন অনুগামীদের আবদার

উল্লেখ্য, রঘুনাথগঞ্জে আগুনেপুরে ভস্মীভূত হয়ে যাওয়া বাড়ী পরিদর্শন করলেন জঙ্গিপুরের বিধায়ক জাকির হোসেন। সম্প্রতি গত ৬ তারিখ রবিবার জঙ্গিপুর বিধানসভার দফরপুর গ্রাম পঞ্চায়েতের মালডোভা গ্রামে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিক করে ভয়াবহ আগুন লেগে যায়। এবং তা ক্ষণিকের মধ্যেই বাড়ির ছয়টি ঘর সহ বৃদ্ধার ঘরের সমস্ত জিনিস নিমিষেই আগুনে ভস্মীভূত হয়ে যায়।

RECOMMENDED FOR YOU.....

Scroll to Top