রঘুনাথগঞ্জে পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে যুব তৃণমূল কংগ্রেস। পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। ঘোষিত প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী শনিবার জেলার সর্বত্র মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। সেই মতো পেট্রোল পাম্পের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পিয়ারাপুর পেট্রোল পাম্পে। অবিলম্বে পেট্রল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবী জানানো হয় যুব তৃনমূলের পক্ষ থেকে।
সেই সঙ্গে পিয়ারাপুরে একটি পেট্রোল পাম্পের সামনে গণপর্যায়ে হয় স্বাক্ষর সংগ্রহ। কেন্দ্রের আগ্রাসন মনোভাব ও জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই অবস্থান বিক্ষোভ চলে সকাল ১১ টা থেকে বিকাল৪ টা পর্যন্ত। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হাবিব পারভেজ সহ ব্লক ও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে। প্রতিবাদ জানানোর পাশাপাশি সাধারণ মানুষজনের মতামত নেওয়া হচ্ছে গণস্বাক্ষরের মধ্য দিয়ে। পেট্রলের দাম বৃদ্ধির ফলে ব্যবসায়ী, চাকুরিজীবি সহ সকলে অসুবিধায় পড়তে হচ্ছে। বাড়ছে অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও।
আরও পড়ুন – জেলার দাবিতে বিডিওর মাধ্যমে মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি প্রদান
উল্লেখ্য, পেট্রোল-ডিজেল ও রান্নার গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামল যুব তৃণমূল কংগ্রেস। ঘোষিত প্রতিবাদ কর্মসূচি অনুযায়ী শনিবার জেলার সর্বত্র মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। সেই মতো পেট্রোল পাম্পের সামনে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ কর্মসূচি সংগঠিত হল মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দুই নম্বর ব্লকের পিয়ারাপুর পেট্রোল পাম্পে। অবিলম্বে পেট্রল ডিজেল রান্নার গ্যাসের দাম কমানোর দাবী জানানো হয় যুব তৃনমূলের পক্ষ থেকে। সেই সঙ্গে পিয়ারাপুরে একটি পেট্রোল পাম্পের সামনে গণপর্যায়ে হয় স্বাক্ষর সংগ্রহ।
কেন্দ্রের আগ্রাসন মনোভাব ও জনবিরোধী নীতির প্রতিবাদ জানানো হয়েছে তৃণমূল যুব কংগ্রেসের পক্ষ থেকে। এই অবস্থান বিক্ষোভ চলে সকাল ১১ টা থেকে বিকাল৪ টা পর্যন্ত। উপস্থিত ছিলেন রাজ্যের বিদ্যুৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি হাবিব পারভেজ সহ ব্লক ও অঞ্চল যুব তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বিদ্যুৎ প্রতিমন্ত্রী বলেন পেট্রোল ডিজেল রান্নার গ্যাস সহ নিত্যপ্রয়োজনীয় জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজ্যব্যাপী অবস্থান বিক্ষোভ ও গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে।