নিজস্ব সংবাদদাতা, মুর্শিদাবাদ, ১৮ নভেম্বর, রঘুনাথগঞ্জে ভয়াবহ বাইক দুর্ঘটনাই নিহত ২ আহত ১। প্রত্যেকের বাড়ি বারলা গ্রামে। স্থানীয় সূত্রে খবর তিনজন বাইক আরোহী বারালা থেকে ওমরপুর এসেছিল পরিবারের কাউকে নিতে কিন্তু বাড়ি ফেরার পথে ঘটল এই ঘটনা। বাইক আরোহীদের নাম মিঠুন সেখ(বয়স ২৮), লিটন শেখ(বয়স ২৭) ও ঝন্টু শেখ।
বাড়ি ফেরার পথে বাইকের গতি বেশি থাকায় হঠাৎ নিয়ন্ত্রন হারিয়ে জরুর বলে একটি জায়গায় গাছের সঙ্গে ধাক্কা মারে। তারপরই বাইক সমেত সকলেই মাটিতে পড়ে যায়। স্থানীয়দের লক্ষ্যে আসতেই তাঁরা সকলকে উদ্ধার করে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে এবং তাদের মধ্যে মিঠুন সেখ ও লিটন শেখ হাসপাতালেই মারা যায় এবং ঝন্টু শেখকে গুরুতর অবস্থায় বহরমপুর মহাকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়।