রঘুনাথগঞ্জে ভাঙন রোধের স্থায়ী সমাধানের দাবীতে স্বেচদপ্তরের সামনে বিক্ষোভ । বিগত দীর্ঘ তিন বছর ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকা গঙা গর্ভে বসবাসের একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, এমন অবস্থায় গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া বাড়ির মালিকদের মধ্যে দূর্দশার চিত্র ফুটে উঠেছে। ঘুম নেই চোখে রাতের পর রাত আতঙে প্রহার গুনছে এলাকাবাসী। তবুও এই বিষয় নিয়ে কোন হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের।
এমনিই দাবীতুললেন জঙ্গিপুর মহকুমা সিপিআই(এম) লোকাল কমিটি। তারিই প্রদিবাদে এই দিন ভাঙন সমস্যা সমাধানের স্থায়ী সমাধানের দাবীতে জঙ্গিপুর স্বেচ দপ্তরের অফিসে সিপি আই এমের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের দাবী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যাবস্থা করতে হবে। ভাঙন ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন এর ব্যাবস্থা করতে হবে। ভাঙন ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে।
ভাঙন প্রতিরোধের কাজ স্বচ্ছতা আনতে হবে। এই সমস্ত দাবীতে স্বেচদপ্তরকে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সিপি আই এমের অন্যতম সদস্য সোমনাথ সিংহ রায়, অন্যতম নেতা জামীর মোল্লা, ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাশ্বের হোসেন, সহ একাধিক নেতৃত্ব ও কর্মীসমর্থক।
আরও পড়ুন – নাবালিকাকে শ্লীলতাহানির অভিযোগে জেলে সিভিক ভলেন্টিয়ার
উল্লেখ্য, বিগত দীর্ঘ তিন বছর ধরে মুর্শিদাবাদের সামশেরগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকা গঙা গর্ভে বসবাসের একের পর এক বাড়ি তলিয়ে যাচ্ছে, এমন অবস্থায় গঙ্গা গর্ভে তলিয়ে যাওয়া বাড়ির মালিকদের মধ্যে দূর্দশার চিত্র ফুটে উঠেছে। ঘুম নেই চোখে রাতের পর রাত আতঙে প্রহার গুনছে এলাকাবাসী। তবুও এই বিষয় নিয়ে কোন হেলদোল নেই রাজ্য ও কেন্দ্র সরকারের। এমনিই দাবীতুললেন জঙ্গিপুর মহকুমা সিপিআই(এম) লোকাল কমিটি।
তারিই প্রদিবাদে এই দিন ভাঙন সমস্যা সমাধানের স্থায়ী সমাধানের দাবীতে জঙ্গিপুর স্বেচ দপ্তরের অফিসে সিপি আই এমের অবস্থান বিক্ষোভ ও ডেপুটেশন। তাদের দাবী ভাঙন প্রতিরোধে স্থায়ী ব্যাবস্থা করতে হবে। ভাঙন ক্ষতিগ্রস্তদের পুর্নবাসন এর ব্যাবস্থা করতে হবে। ভাঙন ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণের জন্য সরকারকে অর্থ বরাদ্দ করতে হবে। ভাঙন প্রতিরোধের কাজ স্বচ্ছতা আনতে হবে। এই সমস্ত দাবীতে স্বেচদপ্তরকে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ। উপস্থিত ছিলেন মুর্শিদাবাদ জেলার সিপি আই এমের অন্যতম সদস্য সোমনাথ সিংহ রায়, অন্যতম নেতা জামীর মোল্লা, ধুলিয়ান এরিয়া কমিটির সম্পাদক মোদাশ্বের হোসেন, সহ একাধিক নেতৃত্ব ও কর্মীসমর্থক।