রঘুনাথগঞ্জ বিধানসভার বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভা। রঘুনাথগঞ্জ বিধানসভা তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান এর নেতৃত্বে আয়োজিত হল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভা। মুর্শিদাবাদ জেলার রঘুনাথগঞ্জে২ ব্লকের এল.কে. কালিতলা উচ্চবিদ্যালয়ে অনুষ্ঠিত হল বিজয়া সম্মিলনী ও সম্প্রীতি সভা। রাজ্যের সাথে তাল মিলিয়ে মুর্শিদাবাদ জেলা জুড়েও অহরহ অনুষ্ঠিত হচ্ছে এধরনের অনুষ্ঠান।
রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ধর্ম যার যার উৎসব সবার সেই কথা কে মান্যতা দিয়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা বিজয় সম্মিলনী অনুষ্ঠানে সমাগম হচ্ছেন। আজও তার ব্যতিক্রম হয়নি। উপস্থিত ছিলেন রাজ্য সরকারের পরিবহন মন্ত্রী স্নেহাশীষ চক্রবর্তী, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সভাপতি ও সাংসদ খলিলুর রহমান, রাজ্য সরকারের বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী আখরুজ্জামান, জঙ্গিপুর সাংগঠনিক জেলা সম্পাদক কানাই চন্দ্রমন্ডল, সহ বিভিন্ন অঞ্চলের প্রধান ও উপপ্রধান এবং তৃনমূল কংগ্রেসের কর্মী সমর্থক।
আরও পড়ুন – কালী পূজার প্রতিমা বানাতে জোর ব্যস্ততা কুমোরটুলিতে
আজকের বিজয়া সম্মিলনী থেকে বিদূৎ প্রতিমন্ত্রী আখরুজ্জামান বলেন যগাই আর মাধাই সিপিএম এবং কংগ্রেস এক হয়েছে, এক জন অন্ধ ও একজন খোড়া একে অপরে ঘাড়ে হাতদিয়ে চলছে একজন দেখতে পায় না একজন হাটতে পারেনা এরাই নাকি নির্বাচনে বাতাবরণ পার করবে সিপিএম ও কংগ্রেস। পঞ্চায়েত ভোটকে সামনে রেখে তিনি আরও বলেন সিপিএম ও কংগ্রেসকে গর্ত থেকে বেড়াতে দেওয়া হবেনা, তাদেরকে গর্তের মধ্যেই রাখতে হবে।
২০২২ থেকে ২০২৬ সাল পর্যন্ত প্রত্যেক দেয়ালে তৃনমূলের থাকবে, কোন বিরোধী দলের সাইড ফর থাকবে না। রঘুনাথগঞ্জ-২ ব্লক পঞ্চায়েত সমিতি তৃনমূল কংগ্রেস দলনেতা আতাবুল হক বলেন ২০২৩ শে পঞ্চায়েত ভোট সেই ভোটে কোন বিরোধী দল হাত দেখায় সেখানেই তার হাত কেটে নেওয়া হবে এমনিই আক্রমন করেন বিজয়া সম্মিলনী সম্প্রীতি সভা থাকে। রঘুনাথগঞ্জ বিধানসভার