কলকাতা – রঙের উৎসবে মাতলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। নিজের বিধানসভা এলাকার দক্ষিণ দমদম পৌরসভার ১৪ নং ওয়ার্ডের পৌর প্রতিনিধি সুকান্ত সেন শর্মার আয়োজিত দোল উৎসবে রংয়ের আনন্দে মেতে ওঠেন রাজ্যের শিক্ষা মন্ত্রী।
এদিন প্রভাত ফেরিতে অংশ নিয়ে এলাকাবাসীর সঙ্গে রংয়ের উৎসবে মেতে ওঠেন তিনি। মন্ত্রী বলেন, আজ সব রং মিশে গিয়েছে, নির্দিষ্ট কোন রং নেই।
পাশাপাশি তিনি আরও বলেন, বাংলা সম্প্রীতির জায়গা। বিজেপি ধর্ম নিয়ে রাজনীতি করতে চাইল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা করতে দেবেন না।
