রজত জয়ন্তী বর্ষে ইটাহার শিবাজী সংঘের দীপাবলি উৎসবের বিশেষ আকর্ষন বাংলা ব্যান্ড ‘ভূমি’। আলোর উৎসব দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের পূজার আয়োজনে ব্যস্ত এখন ইটাহারের বিভিন্ন পূজা কমিটি গুলো। তেমনি ব্যস্ততার ছবিই দেখা গেলো উত্তর দিনাজপুর জেলার সদর ইটাহার শিবাজী সংঘ ক্লাব প্রাঙ্গণে। এবারে তাদের ৪৪ তম বর্ষে শ্যামা পূজা হলেও ২৫ তম বর্ষে পদার্পন করলো ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব।
মন্দির প্রাঙ্গণে শ্যামা মায়ের পূজার পাশাপাশি রজৎ জয়ন্তী বর্ষে ৫ দিনের দীপাবলি উৎসবের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ। যা শিবাজী সংঘের অন্যতম ঐতিহ্য বহন করে বলেই প্রচলিত রয়েছে ইটাহারে। ফলে জোরকদমে শেষ মূহুর্তের প্রস্তুতি চালাচ্ছে শিবাজী ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানাযায়, তাদের ক্লাবের শ্যামা মায়ের পূজার আয়োজন নিজস্ব মন্দির প্রাঙ্গণে নিয়ম নিষ্ঠার সাথে করা হয় প্রতিবছর।
তবে করোনা অতিমারী পরিস্থিতি কাটিয়ে এই বছর শ্যামা পূজা উপলক্ষ্যে ৫ দিনের দীপাবলি উৎসবের আয়োজন করেছে। শিবাজি সংঘের পূজা সহ উৎসবের বাজেট এই প্রায় কয়েক লক্ষাধিক টাকা। তবে ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এই বছর সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে বিভিন্ন প্রতিযোগিতা মূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য ঐতিহ্যবাহী দীপাবলি উৎসবের আয়োজন করা হয়েছে শিবাজী সংঘের তরফে।
আরও পড়ুন – এক মহিলার অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য
পাশাপাশি প্রতিবছরের মত এই বছরেও পূজার কটা দিন বিভিন্ন সমাজসেবা মূলক কাজ করার উদ্যোগ নিয়েছে শিবাজী সংঘ কর্তৃপক্ষ। তাই শ্যামা মায়ের পূজা ও দীপাবলি উৎসবের শেষ মূহুর্তের প্রস্তুতি বর্তমানে কাঁধে কাঁধ মিলিয়ে দেখভাল করছেন শিবাজী ক্লাবের সকল সদস্যরা। রজত জয়ন্তী বর্ষে দীপাবলি উৎসবের সূচনা লগ্নে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী ২৫ তারিখ থেকে শুরু হওয়া ৫ দিনের অনুষ্ঠানে পুরুলিয়ার ছো-নাচের পাশাপাশি শেষ দিনে ২৯ তারিখ থাকছে বাংলা ব্যান্ড ভূমির মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।



















