রজত জয়ন্তী বর্ষে ইটাহার শিবাজী সংঘের দীপাবলি উৎসবের সূচনা। ঐতিহ্যবাহী শিবাজী সংঘের ৫ দিন ব্যপী দীপাবলি উৎসবের শুভ সূচনা হল ইটাহারে। শিবাজী সংঘের শ্যামা পূজা এই বছর ৪৪ তম বর্ষ হলেও দীপাবলি উৎসব ২৫ তম বর্ষে পদার্পণ করল। দীপাবলি উৎসবের রজত জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ইটাহারের রাস্তায়।
ক্লাব সদস্যের হাতে মশাল তুলে দিয়ে শোভাযাত্রার সূচনা করেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত বিশ্বাস। শতাধিক মহিলা পুলুষ সম্মিলিত এদিনের শোভাযাত্রাটি সমগ্র ইটাহার শহরের রাস্তা পরিক্রমা করে ক্লাব প্রাঙ্গণে এসে শেষ। এরপর ক্লাবের পতাকা ও ফিতা কেটে দীপাবলি উৎসবের সূচনা করেন করণদিঘীর বিধায়ক তথা ইটাহারের বাসিন্দা গৌতম পাল ও এসডিও কিংশুক মাইতি সহ বিডিও অমিত বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যাক্তিরা।
শিবাজী সংঘের তরফে উপস্থিত বিশিষ্ট ব্যাক্তিদের স্মারক দিয়ে সম্বর্ধনা জ্ঞাপন করা হয়। রজত জয়ন্তী বর্ষে আয়োজিত এই শোভাযাত্রায় বিশেষ আকর্ষন ছিল পুরুলিয়ার ছো নাচ, দিনাজপুরের ঐতিহ্যবাহী মুখা নাচ ও আদিবাসী নৃত্য। বিগত দুই বছর করোনা অতিমারী পরিস্থিতির ফলে শ্যামা পূজা হলেও দীপাবলি উৎসব তেমন ভাবে আয়োজন করতে পারে নি ক্লাব কর্তৃপক্ষ।
আরও পড়ুন – চোপড়ার শীতল গছে বন কালি পূজা উপলক্ষে জমে উঠেছে গানের আসর
ফলে এই বছর ৫ দিন ব্যপী দীপাবলি অনুষ্ঠান উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতা মূলক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে শিবাজী সংঘ। প্রথম দিনের অনুষ্ঠানে ছো নাচ ও মুখা নাচ হলেও অন্যান্য দিনেও সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে থাকছে বহিরাগত শিল্পী সমন্বয়ে মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, রজত জয়ন্তী বর্ষে ইটাহার শিবাজী সংঘের দীপাবলি উৎসবের সূচনা। ঐতিহ্যবাহী শিবাজী সংঘের ৫ দিন ব্যপী দীপাবলি উৎসবের শুভ সূচনা হল ইটাহারে। শিবাজী সংঘের শ্যামা পূজা এই বছর ৪৪ তম বর্ষ হলেও দীপাবলি উৎসব ২৫ তম বর্ষে পদার্পণ করল। দীপাবলি উৎসবের রজত জয়ন্তী বর্ষের সূচনা উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয় ইটাহারের রাস্তায়।