২০ ডিসেম্বর, প্রথমবারের মতো কলকাতায় অনুষ্ঠিত হল IPL 2020 মেগা নিলাম।স্বাভাবিকভাবেই সকলেই অপেক্ষায় ছিল জানার জন্য কেমন দল গড়ছে ফ্র্যাঞ্চাইজি দলগুলি। কিন্তু শুরুতেই বাজিমাত।নিলামে সবচেয়ে বেশি দামে বিক্রি হয়েছেন প্য়াট কামিন্স।নিলামের আবহেই সুদূর দাক্ষিণাত্যে ২০১৯-২০ রঞ্জি ট্রফির প্রথম ম্যাচ জিতে পরিষ্কার ছয় পয়েন্ট ঘরে তুলল বাংলা।বোলারদের অনবদ্য পারফরম্যান্স মন কাড়লো।তিনদিনের মধ্যে কেরলকে ৮ উইকেটে হারিয়ে দারুণভাবে রঞ্জি ট্রফি অভিযান শুরু করল অরুণ লালের ছেলেরা।
৩টি করে উইকেট নেন স্পিনার অর্ণব নন্দী ও শাহবাজ আহমেদ। দিন্দা নিয়েছিলেন ২টি উইকেট। পাশাপাশি ইশান পোড়েল ও মুকেশ কুমারের একটি করে উইকেটে ভর করে দ্বিতীয় ইনিংসে ৩৯ রান গড়লো।এদিকে ২ ওভারে মাত্র ১১৫ রানে কেরলের ইনিংস গুটিয়ে দেয় বাংলা। ৪৮ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে শতরান করা অভিষেক রামন এবং তিন নম্বরে ব্যাট করতে আসা কৌশিক ঘোষের উইকেট হারাতে হলেও বাংলার জয় হাসিল করতে এতটুকু বেগ পেতে হয়নি। মাত্র ১০.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে বাংলাকে জয় এনে দিলেন অভিমন্যু ঈশ্বরন।



















